ডাকাতির প্রস্তুতিকালে বরিশালের্ যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজনকে বরিশালের বাকেরগঞ্জ ও পাঁচজনকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। আটকদের কাছ থেকে একটি খেলনা পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলের্ যাব-৮ এর বরিশাল সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাম্প্রতিক সময় বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলাসহ এ অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।র্ যাব-৮ জানতে পারে বরিশালের বাকেরগঞ্জের মহেশপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এই গ্রম্নপের সদস্যরা। সেখানে অভিযান চালিয়ে ওই এলাকার বাসিন্দা ডাকাত সর্দার আব্দুল হাকিম ও তার সহযোগী মিজান চৌকিদার এবং রহিম হাওলাদারকে আটক করের্ যাব। পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতের্ যাব-১০ এর সহযোগিতায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে এই গ্রম্নপের আরো পাঁচ সদস্যকে আটক করা হয়।
আটকরা হলো, শাওন ইসলাম সোহাগ, রাজা খলিফা, নাসির হাওলাদার, কালাম হোসেন ও সেলিম মাতবর। এর মধ্যে ডাকাত সর্দার আব্দুল হাকিমের বিরুদ্ধে ১০টি ডাকাতি মামলাসহ প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলের্ যাব নিশ্চিত করেছে।
আটককৃতদের কাছ থেকের্ যাব একটি খেলনা পিস্তল, দেশীয় অস্ত্র ও বেশ কয়েকটি মোবাইল মোবাইলফোন উদ্ধার করেছে। সংবাদ সম্মেলনের্ যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আলম ও মেজর জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। হোসেন উপস্থিত ছিলেন।