কোটা সংস্কারের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে রাবি'র সাধারণ শিক্ষার্থীরা। এদিকে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
রাবি প্রতিনিধি জানান, সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা পুনর্বহাল বাতিল এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।
রোববার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান তারা। এ ছাড়াও সরকারি চাকরিতে বা জীবনে একবার কোটা ব্যবহার করতে পারবে কোটাধারী শিক্ষার্থীরা এমন দাবিও জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, হাইকোর্টের এ রায় হচ্ছে যুক্তিহীন ও বৈষম্যমূলক। কানাডায় কোনো কোটা পদ্ধতি নেই, মাত্র ৫% কোটা আছে পাশের দেশ চীন ও ভারতে। বাংলাদেশের এত উন্নয়নশীল দেশ হয়েও ৫৬% কোটা দিচ্ছে যা চরম বৈষম্য। আমরা দ্রম্নত কোটা সংস্কার চাই।' এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ অবস্থান কর্মসূচিতে অবস্থান নেন।
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, অতিরিক্ত বিদু্যৎ বিল, ভয়াবহ লোডশেডিংসহ নানা অভিযোগে চাঁদপুর পলস্নীবিদু্যৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের সামনে বিক্ষুব্ধ গ্রাহকরা মানববন্ধন করেছে। রোববার চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্ণীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে স্থানীয় পলস্নী বিদু্যৎ অফিসের সামনে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের লোকজন এই কর্মসূচি পালন করে। পরে এই মানববন্ধনে স্থানীয় কিছু লোকজনও যোগ দেয়। এ সময় সড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পর চাঁদপুর পলস্নীবিদু্যৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন এসে গ্রাহকদের সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিলে গ্রাহকরা ফিরে যায়।
পলস্নীবিদু্যৎ কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর পলস্নীবিদু্যৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ফরিদগঞ্জ উপজেলার ১ লাখ ৫ হাজার গ্রাহক রয়েছে। বিদু্যৎ বিভাগের মতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে তাদের।
চাঁদপুর পলস্নীবিদু্যৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন জানান, তার অফিসের সামনে গ্রাহকদের জড়ো হওয়ার সংবাদে তিনি তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।