কুমিলস্নার দাউদকান্দি, নাটোরের নলডাঙ্গা ও বড়াইগ্রাম, পাবনার আটঘরিয়া, দিনাজপুরের ঘোড়াঘাট, লক্ষ্ণীপুরের রামগঞ্জ এবং জামালপুরের ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট রোববার ঘোষণা করা হয়েছে। বড়াইগ্রাম পৌর মেয়র মো. মাজেদুল বারী নয়ন ৬৭ কোটি ১৩ লাখ ২০ হাজার ৬৫ টাকা ৮ পয়সার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার ৪৫৫ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ১৪ লাখ ৪৩ হাজার ৬১০ টাকা ৮ পয়সা। পৌর মিলনায়তনে পৌর মেয়র মো. মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী নূরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিন, প্যানেল মেয়র ফজলুল করিম, কাউন্সিলর দীল মোহাম্মদ চৌধুরী, মো. আতোয়ার রহমান, সাংবাদিক অহিদুল হক, মতিউর রহমান সুমন প্রমুখ।
দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার দাউদকান্দি পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে পৌরসভার সভাকক্ষে প্রস্তাবিত ৩৫ কোটি ৩৩ লাখ ৪৮ হাজার ৬০৪ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন। এবার বাজেটে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধৃত দেখানো হয়েছে দুই কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৯শত ৬৯ টাকা। বাজেটে রাজস্ব আয় ১১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৯শত ৫৯ টাকা এবং রাজস্ব ব্যয় আট কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা দেখানো হয়েছে। মোট উন্নয়ন আয় দেখানো হয়েছে ২৪ কোটি সাত লাখ ৩২ হাজার ৬শত ৩৪ টাকা এবং উন্নয়ন ব্যয় ২২ কোটি দুই লাখ টাকা। বাজেট সভায় ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, হিসাবরক্ষক মো. শাহাদাত হোসেন, প্যানেল মেয়র এনামুল হক সরকার, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র নুরুন্নাহার খন্দকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাভলী আক্তার, কাউন্সিলর খন্দকার বিলস্নাল হোসেন সুমন, কাউন্সিলর সালাহউদ্দিনসহ রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গা পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে উন্নয়ন হিসেবে আয় ধরা হয়েছে ১০৭ কোটি তিন লাখ ৩৯ হাজার ৬২২ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি তিন লাখ ৪৯ হাজার ৭৭৭ টাকা। রোববার বেলা ১১টার দিকে পৌরসভা চত্বরে পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির এ বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, পৌরসভার সরকারি প্রকৌশলী সাগর মন্ডল, পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস, কাউন্সিলর ফরহাদ হোসেন, মাহমাদুল মুক্তা, উপজেলা আওয়ামীলীগের নেতা আমিনুল ইসলাম হাদু, তৌহিদুর রহমান লিটন প্রমুখ।
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি জানান, আটঘরিয়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পৌর হলঘরে রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পৌর মেয়র ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন। প্রস্তাবিত বাজেটের রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে দুই কোটি ৮২ লাখ ৪৬ হাজার ৯৭৮ টাকা এবং উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ৪১৫ টাকা। একই অর্থবছরে রাজস্বখাতে ব্যয় দেখানো হয়েছে দুই কোটি ৬৮ লাখ ৭০ হাজার ২২৮ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় দেখানো হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ৪১৫ টাকা। রাজস্ব উন্নয়ন খাতে মোট আয় দেখানো হয়েছে ১৬ কোটি ২১ লাখ ১৮ হাজার ৩৯৩ টাকা এবং রাজস্ব ও উন্নয়ন খাতে দেখানো হয়েছে সাত কোটি চার লাখ ৪১ হাজার ৬৪৩ টাকা। রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৩ লাখ ১৬ হাজার ৭৫০ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে সাধারণ বাজেট সর্বমোট ১৬ কোটি ২১ লাখ ১৮ হাজার ৩৯৩ টাকা। বাজেট আলোচনায় বক্তব্য রাখেন খাইরুল ইসলাম বসিদ, জিলস্নুর রহমান, শফিউদ্দিন প্রমুখ। এই অনুষ্ঠানে ছিলেন এলাকার ব্যবসায়ী, পৌর কাউন্সিলর, পৌর কর্মচার, সুধী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা।
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুর পৌরসভা কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে পৌর হলরুমে সম্ভাব্য এই বাজেট ঘোষণা করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. দেলোয়ার হোসেন লেবু। বাজেটে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৫২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ১৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সময় ছিলেন কাউন্সিলর মো. মোহন মিয়া, মো. শেখ খাজা আব্দুলস্নাহ, মনজুরুল হক মঞ্জু, মো. সামিউল, মো. ফজলুল রশিদসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মকতা-কর্মচারী ও সুধীজন।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার কোনো প্রকার কর আরোপ ছাড়াই স্যানিটেশন খাতকে গুরুত্ব দিয়ে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. আব্দুস সাত্তার মিলন। রোববার দুপুর ১২টার দিকে পৌরসভার সেমিনার কক্ষে তিনি এই বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ২৬ কোটি ১৭ লাখ ৯০ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ১৬ লাখ ৭৭ হাজার টাকা। উদ্বৃত্ত রয়েছে এক লাখ তেরো হাজার টাকা। বাজেট উপস্থাপনকালে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. আনোয়ার পারভেজ, হিসাব রক্ষক ভারপ্রাপ্ত মো. শাহাদাৎ হোসেন, প্যানেল মেয়র মো. কাদের মিয়া, কাউন্সিলর মো. রেজোয়ান মিয়া, মো. রাহাত আহম্মেদ, মো. সাহিদ পারভেজ, মোছা. আয়শা সিদ্দিকা ও ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহ্বায়ক আনভিল বাপ্পি প্রমুখ।
রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে পৌরসভার সভাকক্ষে প্রস্তাবিত ১১১ কোটি ৬২ লাখ ৬ হাজার ৪৪৪ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী। বাজেটে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১০৪ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৪৪ টাকা। সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৭ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা। বাজেটে রাজস্ব আয় ১৪ কোটি ৮৬ লাখ এবং রাজস্ব ব্যয় ১২ কোটি ৬৭ লাখ ১ হাজার টাকা দেখানো হয়েছে। পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের উপস্থাপনায় বাজেট অনুষ্ঠানে ছিলেন হিসাব রক্ষক মো. ইব্রাহিম মিয়া, কাউন্সিলর দেলোয়ার হোসেন, মেহেদী হাসান ফয়সাল, সহিদ উল্যাহ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফাতেমা বেগম ও ফারজানা মজুমদার (জনি)সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।