বগুড়ায় বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার অনুষ্ঠানের শুরুতেই বগুড়া জেলখানা রোডের্ যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে পত্রিকার বগুড়া অফিসে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
যায়যায়দিন পত্রিকার বগুড়া প্রতিনিধি ইমরান হোসাইন লিখনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউর করিম বাদশা, ডেপুটি কালেক্টর রাজস্ব শাখা আব্দুল ওয়াজেদ, বগুড়া জেলা স্বেচ্ছাসেব লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার বগুড়া অফিস প্রধান মোস্তফা মোঘল, মানবজমিন পত্রিকার প্রতিনিধি প্রতীক ওমর, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার সামছুল আলম লিটন, আমাদের অর্থনীতি পত্রিকার বগুড়া প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, এখন টেলিভিশনের স্টফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, এনটিভির প্রতিনিধি আতিকুর রহমান সোহাগ, সিনিয়র রিপোর্টার সাদেকুল ইসলাম লিটন, এটিএন নিউজের শফিকুল ইসলাম শফিক, ঢাকা পোস্টের বগুড়া প্রতিনিধি আশাফুদ্দৌলা নিয়ন, যায়যায়দিনের সোনাতলা প্রতিনিধি ইসমাইল হোসেন, একুশে টেলিভিশনের রফিকুল ইসলাম রকিসহ বিভিন্ন হাউজের সাংবাদিকরা।
অনুষ্ঠানে পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেন, 'গণমানুষের খবর পরিবেশনের মধ্যে দিয়ে যাত্রা শুরু হয় যায়যায়দিনের। সেই ধারা অব্যহত থাকুক এটাই আমাদের প্রত্যশা।'
এই দিন দুপুরে পৌরসভার মেয়র, জেলা প্রশাসকসহ পর্যায়ক্রমে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে যায়যায়দিনের বগুড়া অফিসে এসে বগুড়া প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানায়।