জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটিকছড়িতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আসেন হাজারো শিক্ষার্থী। শিক্ষার্থীদের পাশাপাশি হাজার হাজার অভিভাবকদের উপস্থিতি ভিন্ন মাত্রা এনে দেয় পরীক্ষাকেন্দ্রে। ফটিকছড়ি থানা পুলিশ এবং আনসার সদস্যরা পরীক্ষাকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা করতে সকাল থেকে দুপুর ১২টায় পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন।
ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ফটিকছড়ির প্রায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, ভারপ্রাপ্ত কেন্দ্রপ্রধান ছিলেন প্রফেসর এন এম রহমত উলস্নাহ।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ফটিকছড়ি সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন। তিনি বলেন, 'যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম বৃত্তির যে আয়োজন করেছে এটা নিঃসন্দেহে ভালো কাজ। শিক্ষার্থীদের জন্য করা প্রশ্নটি অত্যন্ত ভালো হয়েছে, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ পরীক্ষা সহায়ক হবে। আশা করি ভবিষ্যতেও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এমন আরও ভালো ভালো উদ্যোগ গ্রহণ করবে।'
কেন্দ্র পরিদর্শন করেন আব্দুল মান্নান সিআইপি। তিনি বলেন, 'যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ইতোমধ্যে যেসব কাজ করেছে তা আমি জানি, তারা সব সময় সমাজে ভালো কাজগুলোতে এগিয়ে থাকে। তাদের পাশে থাকা আমাদেরও দায়িত্ব।'
এছাড়া পরীক্ষার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন দিগন্তের চেয়ারম্যান কাজী জসিম, যায়যায়দিন ফটিকছড়ি প্রতিনিধি ও প্রধান সমন্বয়ক জিপন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জাহেদ চৌধুরী, নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক জে এম তাওহিদ হোসেন, যুগ্ম সম্পাদক নাজমুল তারেক, এনামুল হক চৌধুরী, জাহেদ হোসেন, সাংবাদিক আক্কাস উদ্দিন, রফিকুল ইসলাম, কামরুল ইসলাম মাসুদ, ইয়াছিন, জমির উদ্দিন প্রমুখ।