গায়ে পুলিশি পোশাক এবং পোশাকের গায়ে লেখা হারুন। দায়িত্ব পালন করছিলেন ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলখানা মোড়ে। কিন্তু নরসিংদীর ট্রাফিক পুলিশ তাকে চেনেন না। স্থানীয় লোকজনের কাছেও তিনি অপরিচিত। এমন সন্দেহজনক পরিস্থিতিতে নরসিংদীর ট্রাফিক পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার নাম হারুন। তিনি ঢাকা সাভারের আশুলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক। কিন্তু তিনি নরসিংদী কেন- এমন প্রশ্নে তিনি অনেকটা বিব্রত হন এবং সঠিক উত্তর দিতে পারেননি।
এমতাবস্থায় নরসিংদী পুলিশের কাছে সন্দেহ হলে তাকে প্রাথমিকভাবে আটক করে নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। ঘটনাটি শনিবার দুপুরের দিকে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানিয়েছেন, 'এ হারুন একজন ভুয়া পুলিশ। সে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় পুলিশের পোশাক পরে চাঁদাবাজি এবং মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।'
তিনি আরও জানান, 'আটক ব্যক্তির বিরুদ্ধে থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ মামলার পরিপ্রেক্ষিতে এই ভুয়া পুলিশ হারুন এখন কারাগারে।'