প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপদ সীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নদীবেস্টিত সাহেবের আলগা, বেগমগঞ্জ, বুড়াবুড়ি ও হাতিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের পানি চরাচঞ্চলের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে বন্যা দেখা দিয়েছে।
সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর ও হকের চর, বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের চাল, ডাল, মুড়ি, চিড়া, গুড়, খাবার স্যালাইন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, ইউএনও আতাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল মহিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপ-সহকারী প্রকৌশলী রায়হান রহমান প্রমুখ।