শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢামেকে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা

যাযাদি রিপোর্ট
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
ঢামেকে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা
নুরজাহান বেগম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত রোগীদের দেখতে আসেন তিনি। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন। আহতদের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।

1

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. জাহাঙ্গির আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে সদ্য দায়িত্ব নেওয়া স্বাস্থ্য উপদেষ্টা দুপুরে ঢাকা মেডিকেলে এসেছিলেন। তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা আহতদের চিকিৎসার খোঁজ নেন। রোগীদের চিকিৎসার সব দায়িত্ব বর্তমান সরকারের।

তিনি আরও বলেন, সংঘর্ষের শুরু থেকে সাতশ'র বেশি রোগী চিকিৎসা নেয়। এ পর্যন্ত ১৯৪ জন রোগী ভর্তি আছে। সবার চিকিৎসা সরকারের পক্ষ থেকে হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করে দেওয়া হচ্ছে। চিকিৎসার বিষয়ে কোনো ঘাটতি হচ্ছে না।

সোমবারও ২০ জনের সিটিস্ক্যান ফ্রি করা হয়েছে। কোনো রোগীর চিকিৎসার ঘাটতি থাকলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে

\হবলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে