ছাত্র-জনতা হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও বিএনপি এবং এর অঙ্গসংগঠন। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
বরিশাল অফিস জানায়, সারাদেশে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার নগরীর নথুলস্নাবাদ বাস টার্মিনাল এলাকায় এ বিক্ষোভ করেন তারা। এ সময় বক্তারা ছাত্র-জনতা হত্যার জন্য দায়ীদের বিচার দাবি করেন।
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ওই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহিনের সভাপতিত্বে অংশ নিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি জিয়াউল হক শাহিন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমুখ।
পাবনা প্রতিনিধি জানান, পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে শহীদ চত্বরে ছাত্র-জনতা অবস্থান নেয়। পরে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয়। সেখানে আন্দোলনের সমন্বয়করা বক্তব্য দেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, সারাদেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মাঠে থাকবেন।
শেরপুর প্রতিনিধি জানান, শেরপুর জেলা বিএনপির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল করা হয়। এরপর জেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সময় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলী, বিএনপি নেতা এসএম শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রূপন, সাইফুল ইসলাম, আতাহারুল ইসলাম আতা প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, শ্রীনগর ছনবাড়ী চৌরাস্তা এবং জমজম টাওয়ারের সামনে কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুলস্নাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম কানন, উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমস, বিএনপি নেতা আব্দুল জলিল, সিরাজ তালুকদার প্রমুখ।
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, ভৈরব পৌর মাতৃসদনে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র শাহিন, সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমান প্রমুখ।
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুরে ঘণ্টাব্যাপী অবস্থান শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামানের সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আ. রাজ্জাক খান, আ. ছত্তার খান, শহিদুল আলম বেপারী, কে এম আবু সাঈদ, আবুল বাশার, আবু জাফর, মাসুদুর রহমান, জুলফিকার মোল্যা প্রমুখ।
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জানান, গত বুধবার বিকালে চাটখিল উপজেলা ও পৌরসভা যুবদলের একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন বাবরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব শাহাজান রানা, পৌরসভা বিএনপির আহ্বায়ক দেওয়ান শামছুল আরিফিন শামিম ও সদস্য সচিব এহসানুল হক মাসুদ।
বক্তব্য রাখেন যুবদল নেতা সোলেমান বাহার, ওমর ফারুক, সোলতান বাবর, গেয়াস উদ্দিন সুমন, সাইফুল ইসলাম জগরুল, ফখর উদ্দিন ফিরোজ ও তারেক আজিজ প্রমুখ।
দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি জানান, দেবিদ্বার মুক্তিযুদ্ধা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে উপজেলা বিএনপি। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলুর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা রবিউল আউয়াল সাইফুলের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সভাপতি অধ্যাপক সুলতান কবির আহম্মেদ, কুমিলস্না উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, বিএনপি নেতা সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, নজরুল ইসলাম প্রমুখ।
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম-কাহালু বগুড়া-৪ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম, পৌর সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা সাংগঠনিক সম্পাদক আ. হাকিম প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম জনি ও সুমিত কুমার আগারওয়াল, সাধারণ সম্পাদক শাহিন আকতার, সহ-সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, শাহিন আকতার, বিএনপি নেতা সাবেক এমপি শওকত চৌধুরী, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস বেগম, প্রভাষক শওকত হায়াত শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।