বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

মনপুরা প্রেস ক্লাবের সভাপতি অহিদুর সম্পাদক হেলাল

মনপুরা (ভোলা) প্রতিনিধি
  ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
মনপুরা প্রেস ক্লাবের সভাপতি অহিদুর সম্পাদক হেলাল
মনপুরা প্রেস ক্লাবের সভাপতি অহিদুর সম্পাদক হেলাল

ভোলার মনপুরায় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি অহিদুর রহমানকে সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সীমান্ত হেলালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বুধবার মনপুরা প্রেস ক্লাব ভবনে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ক্লাবের সব সদস্যদের সিদ্ধান্তক্রমে এ কমিটি ঘোষণা করেন সাবেক সভাপতি মাহবুবুল আলম শাহীন। আগামী ২ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

1

কমিটিতে অন্যান্যরা হলেন- সহ-সভাপতি শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস. ডি দূর্জয়, অর্থ বিষয়ক সম্পাদক আল মামুন। এ ছাড়া ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাবেক সভাপতি আমীর হোসেন হাওলাদার, মাহবুবুল আলম শাহীন, আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ও আবদুলস্নাহ জুয়েল।

মনপুরা প্রেস ক্লাবের এই নবগঠিত কমিটিকে উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা শুভেচ্ছা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে