ভোলার মনপুরায় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি অহিদুর রহমানকে সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সীমান্ত হেলালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বুধবার মনপুরা প্রেস ক্লাব ভবনে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ক্লাবের সব সদস্যদের সিদ্ধান্তক্রমে এ কমিটি ঘোষণা করেন সাবেক সভাপতি মাহবুবুল আলম শাহীন। আগামী ২ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে অন্যান্যরা হলেন- সহ-সভাপতি শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস. ডি দূর্জয়, অর্থ বিষয়ক সম্পাদক আল মামুন। এ ছাড়া ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাবেক সভাপতি আমীর হোসেন হাওলাদার, মাহবুবুল আলম শাহীন, আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ও আবদুলস্নাহ জুয়েল।
মনপুরা প্রেস ক্লাবের এই নবগঠিত কমিটিকে উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা শুভেচ্ছা জানিয়েছেন।