নেত্রকোনার কলমাকান্দায় সিধলী এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।
অভিযানে নেত্রকোনা সদর থানার আব্দুর রহমানের ছেলে সলতু মিয়াকে (৫১) অবৈধভাবে ভিট বালু মজুত ও ব্যবসার অভিযোগে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ সালের বিধিতে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। একইসঙ্গে জব্দকৃত ২৫ হাজার ফুট বালু প্রকাশ্য নিলামে ২ লাখ ৩৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।