বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

পাবনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

পাবনা প্রতিনিধি
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পাবনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

পাবনা সদরের পাইকেল গ্রাম আমজাদ হোসেন (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত আমজাদ সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের আসের প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, পাইকেল গ্রামের আফজাল হোসেন ও নিহত আমজাদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার উভয়ের কথা কাটাকাটির হয়। একপর্যায়ে আফজাল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমজাদকে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতাল ও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে