শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

'উচ্চস্বরে কথা বলায়' ৯০ বছরের বৃদ্ধকে পিটিয়ে হত্যা

যাযাদি ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
'উচ্চস্বরে কথা বলায়' ৯০ বছরের বৃদ্ধকে পিটিয়ে হত্যা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৯০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে বলে রৌমারী থানার ওসি গোলাম মর্তুজা জানান।

1

নিহতের নাম বছির উদ্দিন। আটক নুরে আলম সম্পর্কে তার ভাতিজা বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা বলছেন, বছির উচ্চ স্বরে কথা বলায় সকালে তার সঙ্গে কথা কাটাকাটি হয় নুরে আলমের। এ পর্যায়ে নুরে আলম তাকে কিল-ঘুষি মারলে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়।

ওসি বলেন, 'বৃদ্ধের প্রতিবেশী ভাতিজা নুরে আলমকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে