বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সিএমইউজের সদস্যদের মতবিনিময়

চট্টগ্রাম বু্যরো
  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রামে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সিএমইউজের সদস্যদের মতবিনিময়

চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে, চট্ট-১৭৩৯) সাধারণ সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার নগরীর একটি রেঁস্তোরায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা ও ভাংচুরের ঘটনায় সিএমইউজের সাধারণ সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন।

বক্তারা সিএমইউজের সদস্যসহ চট্টগ্রামে কর্মরত পেশাদার সাংবাদিকদের সদস্য পদ প্রদানের জন্য চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।

1

সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সালাহ উদ্দীন মো. রেজা, সহসভাপতি মঞ্জুর কাদের, যুগ্ম সম্পাদক শহীদুলস্নাহ শাহরিয়ার, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দীন হায়দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, ক্রীড়া সম্পাদক সোহেল ছরওয়ার, নির্বাহী সদস্য জসীম উদ্দীন চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, আইয়ুব আলী ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু।

সিএমইউজের পক্ষে নেতৃত্বে দেন প্রবীণ সাংবাদিক, ইউনিয়নের সাবেক সভাপতি ইসকান্দার আলী চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে