বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভু্যত্থান

একমাত্র উপার্জনশীল সন্তান হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫
একমাত্র উপার্জনশীল সন্তান হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
.

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন হাফিজুল ইসলাম (৩৫) নামের এক রিকশাচালক। দীর্ঘ ২১ বছর ধরে ঢাকার পূর্ব বাড্ডার রূপনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। হাফিজুল উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের চর রঘুনাথপুর গ্রামের আবু বক্কর সিকদারের ছেলে। শহীদ হাফিজুলের বাবা আবুবক্কর সিকদার বলেন, 'আমার ছেলে গত ২০ জুলাই প্রতিদিনের মতো বাসা থেকে রিকশা নিয়ে বের হয়। মধ্যবাড্ডা পর্যন্ত গেলে ছাত্র আন্দোলনে তুমুল সংঘর্ষের কবলে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তার বুক ঝাঁঝরা হয়ে যায়। এ সংবাদ আমি একটি মোবাইল কলের মাধ্যমে জানতে পাই।' তিনি কেঁদে কেঁদে আরও বলেন, 'তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দেখি ছাত্ররা আমার ছেলেকে চিকিৎসার জন্য বাড্ডা হাসপাতালে নিয়ে যায়। তার কিছুক্ষণ পড়েই আমার ছেলে আমার কোলেই মৃতু্যর মুখে ঢলে পড়ে। পরবর্তীতে ছেলের মরদেহ শত বাধা উপেক্ষা করে রক্তমাখা অবস্থায় রিকশায় করে ঢাকার ওই ভাড়া বাসায় নিয়ে আসি এবং বাড্ডার কবরস্থানে দাফন করি।' তিনি আবেগ আপস্নুত হয়ে বলেন, আমি বাড়িভিটা ছেড়ে ২১ বছর আগে ঢাকার বাড্ডায় গিয়ে সিএনজি চালাতাম, বাড়িতে মাথা গোঁজার ঠাঁই নেই। আমি এখন বৃদ্ধ, আমার এই ছেলেটাই রিকশা চালিয়ে সংসার চালাত। সেই আমাদের সংসারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। আমার ছেলের দুটি সন্তান ও তার অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে কীভাবে বাকি জীবন কাটাব তা অনিশ্চিত। আমাদের এখন পর্যন্ত কেউ কোনো খবর নেয়নি।' নাজিরপুর ইউএনও অরূপ রতন সিংহ বলেন, 'আমাদের কাছে খবর এসেছে আমরা যাচাই বাছাই করে সত্যতা পেয়েছি। জেলা প্রশাসকের কাছে সব তথ্য পাঠিয়েছি, সম্ভবত তিনি ঢাকায় পাঠিয়েছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে