রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে 'ফিউচারনেশন' শীর্ষক প্রোগ্রাম উদ্বোধন

  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে 'ফিউচারনেশন' শীর্ষক প্রোগ্রাম উদ্বোধন
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে 'ফিউচারনেশন' শীর্ষক প্রোগ্রাম উদ্বোধন

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ২০ সেপ্টেম্বর, সকাল টহরঃবফ ঘধঃরড়হং উবাবষড়ঢ়সবহঃ চৎড়মৎধসসব (টঘউচ) কর্তৃক 'ফিউচারনেশন' শীর্ষক অনলাইনভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টঘউচ এর যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন- টঘউচ ঋঁঃঁৎবহধঃরড়হ চৎড়মৎধস-এর অংংবংংসবহঃ ঈঁৎৎরপঁষঁস ধহফ ঈড়হঃবহঃ উবাবষড়ঢ়সবহঃ অহধষুংঃ মিসেস নাসরিন সুলতানা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার শুরুতে আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, 'শুধু দক্ষতা অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের মানবিক গুনাবলীসম্পন্ন মানুষ হতে হবে।'

বিশেষ অতিথির বক্তব্যে টঘউচ-এর নাসরিন সুলতানা বলেন, 'আমাদের উদ্দেশ্য হলো- তরুণদের দক্ষ করে বেকারত্ব সমস্যার সমাধান করা, যাতে তারা অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে পারে।'

এ ছাড়া দক্ষতা উন্নয়ন করে শিক্ষার্থীদের স্বনির্ভর হওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ফাহমিদা কাসেম। এ ছাড়া বিশ্ববদ্যিালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে