শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
জরিমানা আদায়, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভারতীয় মাদক-চিনি জব্দ

তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্বদেশ ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ১৭টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ। এছাড়াও নগরীর পাঁচলাইশের দুই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। নারায়ণগঞ্জের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ, নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুরে ভারতীয় মাদক-চিনি জব্দ করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ফুটপাতে গড়ে উঠা অবৈধ দোকান পাট ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। অভিযানে মহাসড়ক ও ফুটপাতের সহস্রাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশ কয়েকজন দোকানদারকে জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রিয়াজ হোসেন, সার্কেল এএসপি মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উবায়দুর রহমান সাহেল, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হকসহ সেনাবাহিনী, পুলিশ, আনসার ও উপজেলার সামাজিক সংগঠনের সদস্যরা।

চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭টি মামলা দিয়েছে বিআরটিএ। এসব মামলায় জরিমানা আদায় করা হয়েছে ২৮ হাজার টাকা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত লোহাগড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। লোহাগড়ার সরকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েলের নেতৃত্বে মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. শাহাদাত হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন এবং চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারী আল-ফরহাদ ও এমিল চাকমা।

বিআরটিএ সূত্র জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১৭টি মামলা করা হয়। এসব মামলায় জরিমানা আদায় করা হয় ২৮ হাজার টাকা। মামলাগুলোর মধ্যে রয়েছে- রুট পারমিট বিহীন ২টি, ড্রাইভিং লাইসেন্স বিহীন ৫টি, ট্যাক্স টোকেন বিহীন ৩টি, ফিটনেস ৫টি ও হেলমেট বিহীন ২টি।

চট্টগ্রাম বু্যরো আরও জানায়, চট্টগ্রামের পাঁচলাইশের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির দুই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার অধিদপ্তর।

মঙ্গলবার নগরের প্রবর্তক এলাকায় শেভরনের ২য় ও ৬ষ্ঠ তলায় থাকা দুটি ফার্মেসিতে তদারকিকালে এমন অনিয়ম ধরা পড়ে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সঙ্গে ছিলেন নাসরিন আক্তার, রানা দেব নাথ।

\হভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো প্রতিষ্ঠানটি বিক্রির উদ্দেশ্যে মেয়াদ আছে এমন ওষুধের সঙ্গেই সংরক্ষণ করছিল। এর মধ্যে কাঁশি, এন্টিবায়োটিক ও ডায়াবেটিকের ওষুধও রয়েছে।

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় আড়াই হাজার কেজি (৫০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার লেংগুরা ইউনিয়নের ক্যাপাসিটি মোড় এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।

এ ছাড়া ওই এলাকার একটি গুদাম ঘরে নোংরা পরিবেশে ভারতীয় চিনি থেকে প্রস্তুত করা ৬ হাজার ৮৫৮ কেজি মিশ্রি জব্দ করা হয়। এবং ওই গুদাম ঘর থেকে ৩ হাজার ৪১১ কেজি গুড় জব্দ করা হয়।

এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম। এ ব্যাপারে বিজিবির নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে ২৪০ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার আটক করেছে ছাত্র জনতা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনা সদস্যরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরে সাধুপাড়া এলাকা থেকে আটক করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সীমান্ত এলাকা থেকে দ্রম্নতগতির একটি সাদা প্রাইভেটকার স্থানীয় একজনকে ধাক্কা দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্থানীয়রা গাড়িটিকে ধাওয়া করলে অবস্থা বেগতিক দেখে সড়কের উপর প্রাইভেটকার রেখেই গাড়ির ভিতরে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। এ সময় গাড়ির ভিতরে বিপুল পরিমাণ মদ দেখে বিষয়টি শিক্ষার্থীরা সেনাবাহিনীকে খবর দেয়। পরে পুলিশ ও সেনা সদস্যরা এসে গাড়ির ভেতর তলস্নাশি চালিয়ে একটি ব্যাগে, দুটি পাটের বস্তা ও পিছনের বক্স থেকে পেপারের মোড়ানো বিভিন্ন ব্র্যান্ডের ২৪০ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, জব্দকৃত মদ ও প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জব্দকৃত গাড়ির সূত্র ধরে মালিক ও চালককে খুঁজে বের করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে