শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
নরসিংদীতে হত্যার বদলে হত্যা!

মামাকে পিটিয়ে মারার ৪০ দিনের মাথায় ভাগ্নে খুন

নরসিংদী প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
মামাকে পিটিয়ে মারার ৪০ দিনের মাথায় ভাগ্নে খুন

নরসিংদীতে মামাকে পিটিয়ে মারার ৪০ দিন পার হয়নি। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে জনসম্মুখে হত্যাকান্ডের শিকার হয়েছেন ভাগ্নে হানিফ মিয়া (২৪)।

প্রত্যক্ষদর্শী হিসেবে যারা ঘটনাস্থলের আশপাশে ছিলেন তারা এই দৃশ্য দেখে স্তম্ভিত এবং হতবিহব্বল হয়েছেন। ঘটনাটি দুপুর আড়াইটার দিকে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠের পাশে ঘটেছে।

স্থানীয় লোকজন এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নরসিংদী শহরের চৌয়ালা এলাকার বাসিন্দা মো. হাবিবুলস্নাহ এবং হানিফ মিয়া পরস্পর মামা-ভাগ্নে।

তাদের মধ্যে মামার বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধকে কেন্দ্র করে গত ১৯ আগস্ট ভাগ্নে হানিফ মিয়া মামাকে হাবিবুলস্নাহকে পিটিয়ে হত্যা করেছিলেন। নিহতের দুই ছেলে নাইম-নইম বাবার মৃতু্যর প্রতিশোধ নিতে মঙ্গলবার দুপুরে কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠের পাশে ভাগ্নে হানিফকে ধারালো অস্ত্র দিয়ে জনসম্মুখে প্রথমে কুপিয়ে আহত করে।

পরে গলা কেটে মৃতু্য নিশ্চিত করে চলে যায়। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি এমদাদুল হক জানান, এই হত্যাকান্ড পূর্ব শত্রম্নতার জের ধরে হয়েছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে এ বিষয়ে মামলা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে