শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সাজেক ভ্রমণে আরও ৩ দিন না যাওয়ার নির্দেশনা

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
সাজেক ভ্রমণে আরও ৩ দিন না যাওয়ার নির্দেশনা

পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটন কেন্দ্র সাজেকে আরও ৩ দিন ভ্রমণ থেকে বিরত থাকতে পর্যটকদের উদ্দ্যেশে নির্দেশনা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভ্রমণ না করার এই নির্দেশনা জারি করা হয়।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, রাঙ্গামাটি জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সাজেক ভ্রমণে পযর্টকদের নিরুৎসাহিত করা হয়েছিল।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার এই সময়সীমা দ্বিতীয় দফায় আরও তিন দিন বাড়িয়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্তও করা হয়েছিল। পরে পরিস্থিতি বিবেচনায় আবারও তৃতীয় দফায় ১লা অক্টোবর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে