শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

মৃতু্যবার্ষিকী পালন

ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রবীণ সাংবাদিক আলহাজ ডা. এ কে এম কাওছার হোসেনের আজ তৃতীয় মৃতু্যবার্ষিকী। ডা. এ কে এম কাওছার হোসেনের তৃতীয় মৃতু্যবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ২০২১ সালে ২ অক্টোবর সন্ধ্যা ৬-৩০ মিনিটের সময় বর্ষীয়ান সাংবাদিক আলহাজ এ কে এম কাওছার হোসেন ভেড়ামারা মধ্যবাজার সরকারি গালর্স স্কুল পাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জীবিতাবস্থায় ডা. এ কে এম কাওছার হোসেন একজন পরহেজগার ব্যক্তি ছিলেন।

বিদায় অনুষ্ঠান

ম গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

বিদায়ের বেলায় গলাচিপাবাসীকে কাঁদিয়ে গেলেন ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল। সোমবার রাতে সরকারি বদলিজনিত কারণে তিনি সবার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যান ঢাকার উদ্দেশে। গলাচিপা উপজেলায় ইউএনও মহিউদ্দিন আল হেলাল ২০২২ সালে যোগদানের পর থেকেই এলাকার মানুষের হৃদয়ে বিশেষ স্থান তৈরি করে নেন। তার নেতৃত্বে গলাচিপায় সমাজসেবামূলক কার্যক্রম এবং শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটে। ছাত্রছাত্রীদের প্রতি তার যত্ন ও শিক্ষার প্রতি আগ্রহ তাকে একটি আদর্শ শিক্ষকের রূপে তুলে ধরে।

শিক্ষা উপকরণ বিতরণ

ম তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে 'হার পাওয়ার' প্রকল্পের ৮০ প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপের ব্যাগ, কলম-খাতা ও ম্যানুয়াল বই বিতারণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ওমেন আইডি সার্ভিস প্রোভাইডারের জেলা কো-অর্ডিনেটর মলয় দাস, মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, তালতলী প্রেস ক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম, ওমেন আইডি সার্ভিস প্রোভাইডারের প্রশিক্ষক মো. রফিকুল ইসলাম অন্তর ও মো. মহিউদ্দিন।

প্রস্তুতিমূলক সভা

ম চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল বিন করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল গাফফার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায়, চরভদ্রাসন ওলামা পরিষদের সভাপতি মুফতি জাকারিয়া, চরভদ্রাসন সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ টিকাদার।

আলোচনা সভা

ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির আহ্বানে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প কমিউনিটি মোবিলাইজেশন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারে পৌরসভার সভাকক্ষে সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। এ সময় বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, যুব উন্নয়ন কর্মকর্ত গোলাম রব্বানী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন, পিএস আইডি প্রতিনিধি ঢাকা হাফিজা বেগম।

নতুন ওসি

ম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী। সোমবার বিকালে তিনি চাটখিল থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। থানায় কর্মরত পুলিশ কর্মকর্তারা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। চাটখিল থানার নতুন ওসি হিসেবে যোগদান করায় মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরীকে চাটখিল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ইতোপূর্বে ফিরোজ আহমেদ চৌধুরী পুলিশ ইনভেস্টিগেশন বু্যরো (পিআইবি) নোয়াখালীর পুলিশ ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

শীর্ষক মতবিনিময়

ম সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক টিম ছাত্র জনতার গণ-অভু্যত্থান পরবর্তী ঐতিহ্যবাহী জনপদ সন্দ্বীপ পুনর্গঠনে ছাত্র জনতার প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সন্দ্বীপ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এতে সভাপতিত্বে করেন- উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিফাত উলস্ন্যাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। আরও বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক সাইফুর রহমান খান, ফাহাদ উমর ও মোহাম্মদ শরীফ হোসেন।

ব্যাংকিং শাখা উদ্বোধন

ম কানাইঘাট (সিলেট) প্রতিনিধি

পূবালী ব্যাংক পিএলসি কানাইঘাট শাখার অধিনস্থ ইসলামী ব্যাংকিং উইন্ডো শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কানাইঘাট উত্তর বাজারস্থ আলতাফ ম্যানশনের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। পূবালী ব্যাংক কানাইঘাট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ হেলাল আহমদের সভাপতিত্বে ও বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম আশরাফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট পূর্ব অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুলস্নাহ।

দোয়া মাহফিল

ম টঙ্গী প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান উদ্দিন সরকারের সহধর্মিণী মরহুমা আলহাজ সুলতানা রাজিয়ার ১ম মৃতু্যবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দেওড়া এলাকায় আহসান উলস্নাহ্‌ সরকার ইসলামিক ফাউন্ডেশনে আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম সাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন।

মতবিনিময় সভা

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সোমবার বিকালে উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে আমির মো. মোফাখখায়ের ইসলাম মোলস্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমির মো. আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়েবে আমির মুহাদ্দীস মো. এনামুল হক, জেলা কর্ম পরিষদের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

চেক বিতরণ

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃক কয়লা উত্তোলনের ফলে সৃষ্ট ভূকম্পনজনিত কারণে অধিগ্রহণকৃত এলাকার বাইরে অবস্থিত ক্ষতিগ্রস্ত গ্রামসমূহের অধিবাসীদের ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। গত ২২ সেপ্টেম্বর থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে পাকা, আধাপাকা ঘর ও গোডাউনের জন্য সর্বমোট ৭ কোটি ৬৯ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

স্মারকলিপি প্রদান

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১১টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ ও ইউনিয়ন পরিষদ বাতিলের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে উপজেলা বিএনপি সদস্য-সচিব লায়ন মো. হেলাল উদ্দিন। সোমবার বিকালে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইশতিয়াক ইমনকে এই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় ছিলেন উপজেলা বিএনপি নেতা সরওয়ার হোসেন মাসুদ জাগির হোসেন, রফিক ডিলার, ফরিদ উদ্দিন খান মিল্টন, মহসিন ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আর্থিক অনুদান প্রদান

ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ি জেলা শহরের ১৭টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। মঙ্গলবার সকাল ১১টায় খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডারের কার্যালয়ে প্রতিটা পূজামন্ডপের প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়। অনুদান তুলে দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান (এসপিপি, এনডিসি, পিএসসি), জিএসও-২ (ইন্ট) মেজর মো. জাবির সোবহান মিয়াদ প্রমুখ।

আইডি কার্ড বিতরণ

ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে আইডি কার্ড (পরিচয়পত্র) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ করা হয়। সংগঠনের উপজেলা সভাপতি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নিসচা উপদেষ্টা মাহেরা নাজনীন। সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ওসি ওবাইদুর রহমান, অধ্যক্ষ হাবিবুলস্নাহ বাহার, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা।

সভা অনুষ্ঠিত

ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে পৌরসভার উদ্যোগে নগর সমন্বয় কমিটির (টি.এল.সি.সি) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার পৌরসভার মিলনায়তন হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াইহাজার পৌর প্রশাসক নাহিদুর রহমান। পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবির, সমবায় কর্মকর্তা নাহিদা নাছরিন, থানার ওসি এনায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।

মতবিনিময় সভা

ম ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট থানার নবাগত ওসি মো. সাইদুল আলমের সঙ্গে মতবিনিময় সভা করেছে ধুনট মডেল প্রেস ক্লাবের সাংবাদিক ও সদস্যরা। সোমবার রাত ৯টায় ধুনট থানায় নবাগত ওসি সাইদুল আলমের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন সাংবাদিকরা। এ সময় আরও উপস্থিত ছিলেন ধুনট মডেল প্রেস ক্লাসের সহ-সভাপতি এনামুল বারী সরকার, সাংবাদিক জুয়েল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শুভ, সাংবাদিক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক রবিউল হাসান, সাংস্কৃতিক সম্পাদক রিহানুল হক রিকো।

আলোচনা সভা

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বাঁশখালী উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে সভায় পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শাখাওয়াত জামান দুলাল, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. নাছির উদ্দীন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী মানিকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লোকমান মাস্টার।

শোভাযাত্রা

ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা) মো. শহিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেফুজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশ্রাফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে