বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

টঙ্গীবাড়ীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০
টঙ্গীবাড়ীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামি আন্দোলনের উপজেলা শাখার সভাপতি আব্দুল হাকিম ঢালীর সভাপতিত্বে ও সম্পাদক মোহাম্মদ ওবায়দুলস্নাহ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

1

প্রধান আলোচক ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি কেএম আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনাবিষয়ক সম্পাদক কে এম বিলস্নাল হোসেন, উপজেলা শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের টঙ্গীবাড়ী উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতারা।

সমাবেশে ভারতের পানি আগ্রাসন বন্ধের কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ছাত্র-জনতার বিপস্নবে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করাসহ বিভিন্ন দাবি তোলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে