চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে যুবক হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে বিভিন্ন অপরাধে ভোলা, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, শেরপুর ও মেহেরপুরের গাংনীতে সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আঞ্চালিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
চট্টগ্রাম বু্যরো জানান, চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় দিনদুপুরে মাইক্রোবাসে গিয়ে গুলি করে আফতাব উদ্দিন তাহসীনকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার নগরের পাঁচলাইশ থানার হাদুমাঝিপাড়া এবং হাটহাজারী-রাউজান উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলো মো. হেলাল (৩৫) এবং ইলিয়াছ হোসেন অপু। পুলিশ বলছে, দুজনই হত্যাকান্ডে সরাসরি জড়িত। তার মধ্যে হেলাল হত্যাকান্ডের ঘটনায় হওয়া মামলার ৫ নম্বর এজাহার নামীয় আসামি। তবে এখনো ঘটনার মূলহোতা সন্ত্রাসী সাজ্জাদের নাগাল পায়নি পুলিশ।
স্টাফ রিপোর্টার ভোলা জানান, ভোলায় রিভালবার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. মনির হোসেন ব্যাপারী ও মো. রাসেলকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি রিভালবার ও ১৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার ভোরের দিকে যৌথ অভিযানে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রৌদেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজনই ওই এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় এস আলম গ্রম্নপের কর্মকর্তা সুজন কান্তি দে (৪৪) কে গ্রেপ্তার করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। গত শুক্রবার বিকালে স্থলবন্দর এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। সুজন কান্তি দে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার মালঘর এলাকার সনজিত কান্তি দের ছেলে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলা সহ এস আলম গ্রম্নপের কর্ণধারকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল আলম।
স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ জানান, গোপালগ?ঞ্জে নগদ প্রায় চার লাখ টাকা, আড়াই লাখ জাল টাকা ও একটি প্রাইভেটকারসহ ডাচ-বাংলা ব্যাংকের টাকা লুট মামলার প্রধান আসামি তুরাগ থানা এলাকার মো. হাবিবুর রহমান (৪০)সহ দুইজন জাল টাকা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর জাল টাকা ব্যবসায়ী হলো রিপন শেখ বাটু (৩৭)। এরা দু'জন গোপালগঞ্জ সদর থানার হরিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে ও নওশের আলী শেখের ছেলে। শনিবার রাতে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেস ক্লাবসংলগ্ন গোপালগঞ্জ টেলিকমের সামনে এবং সদর হাসপাতালের কাছে জনসাধারণ জাল টাকাসহ মো. হাবিবুর রহমান ও রিপন শেখ বাটুকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করে।
শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে নিষিদ্ধ ১৪০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ একজন গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকালে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রমজান আলী জামালপুর সদর উপজেলার দেউলিয়াপাড়া জালিয়ার পাড় মোড় এলাকার মো. আব্বাস আলীর ছেলে। এ ঘটনায় শুক্রবার রাতে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট থেকে এখলাছ মিয়া (৫৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছের্ যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৫ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন। শনিবার সকালে গাংনীস্থর্ যাব ক্যাম্পের একটি টিম তাকে আটক করে। আটক এখলাছ মিয়া গাংনী উপজেলার কাজীপুরের মৃত আব্দুল আজিজের ছেলে। তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।