যশোরে ঝরে পড়া শিশুদের শিখনকেন্দ্রে যথাযথ পাঠদান কার্যক্রম নিশ্চিতের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 'আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) এর অবহিতকরণ সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, মূলধারা থেকে পিছিয়ে পড়া শিশুদের জন্য সরকার এ প্রকল্প গ্রহণ করেছে। এসব শিশুর বই-খাতা, শিক্ষা উপকরণ, উপবৃত্তি, স্কুল ড্রেস সবই সরকার বহন করছে।
মঙ্গলবার যশোর কালেক্টরেট 'অমিত্রাক্ষর' সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বু্যরোর সহযোগিতায় দিশা সমাজ কল্যাণ সংস্থা বাস্তবায়নে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা'র সভাপতিত্ব স্বাগত বক্তব দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বু্যরো'র সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা এমএ হান্নান, সংস্থার নির্বাহী পরিচালক রাহিমা সুলতানা, পরিচালক স্থপতি আরাফাত হাসান প্রমুখ।