হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিয়ে বাসে ফেরার পথে ট্রাকের সাথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঐ দুর্ঘটনায় পরে গুরুতর আহত হয়েছে সাত পরীক্ষার্থী। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন যাত্রী।
হাবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক তোফাজ্জল হোসেন তপুর মাধ্যমে জানা যায়, আহত পরীক্ষার্থীদের নাম বায়েজিদ তার বাসা কুড়িগ্রামের উলিপুর, আদিবুন সাদ, বাসা ঝিনাইদহের কালিগন্জ, মাসফি বাসা রংপুরের মহিপুর, পিংকি বাসা জলঢাকা কৌমাড়ী ইউনিয়ন সহ আরো একজন পরীক্ষার্থী যার পরিচয় জানা যায় নি। আহত পরীক্ষার্থীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
হানজালা সরকার নামের সিরাজগঞ্জ ইসলামীয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে আইসিইউ তে ভর্তি আছেন। একজন ছেলে শিক্ষার্থী লাইফ সাপোর্টে রয়েছেন তার এখনো কোনো পরিচয় জানা যায় নি এখনো। আজ হাবিপ্রবি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর সদর উপজেলার সাত মাইল এলাকায় রংপুরগামী মিনিবাস এবং ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, "দুর্ঘটনার খবর জানার সাথেই সাথেই আমি হাসপাতালে গিয়েছি এবং আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিয়েছি। সেই সাথে হানজালা সরকার নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আমি আইসিইউতে ঢুকেছিলাম এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য দায়িত্বরত চিকিৎসকে অনুরোধ জানিয়েছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন। ইতোমধ্যে যাদের হালকা ইনজুরি হয়েছিলো তারা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।"
একজন মহিলা নিহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তার পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও বাসের প্রায় ১৫/২০ জন যাত্রী আহত হয়েছেন।
যাযাদি/ এসএম