মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আ.লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি
  ০৬ মে ২০২৫, ১০:০৭
আ.লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল
ছবি: যায়যায়দিন

আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (৫ মে) দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে কলেজ মোড়ে অবস্থিত বিজয় স্তম্ভ প্রাঙ্গণে গিয়ে মিছিল শেষে সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতা আন্দোলনে গণহত্যার অভিযোগ তোলেন। এ জন্য তারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করণ সহ দলটির বিচারের দাবি জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে