সেমিনার অনুষ্ঠিত
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন জেলা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ ওয়েলফেয়ার এফোর্টসের (উই) আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় স্কাউটভবনের অডিটরিয়ামে সরকারি নুরুন নাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ এনএম শাহাজালালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৗধুরী। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম, নারিকেল বাড়িয়া আমেনা খাতুন কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহামান টুকু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান ও হরিণাকুন্ডু মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাছুরা খাতুন।
ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা
ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বোচাগঞ্জে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির আয়োজনে সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের হলরুমে গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির চেয়ারম্যান বিশ্বনাথ রায়, গুড নেইবারস্ বাংলাদেশের নর্দান এরিয়ার প্রধান সিমান্ত চিসিম, বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মো. আরমান ইসলাম প্রমুখ।
কর্মশালা অনুষ্ঠিত
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ডাসকো ফাউন্ডেশনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইসলামপুর উপজেলা হলরুমে ইউএসএআইডি-এর অর্থায়নে অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান। ব্র্যাক উদ্যম-এর মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার শাহিনা ফেরদৌসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আহমেদ ওমর ফারুক, ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মো. মাহাবুবর রহমান,
ডাসকো ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পরিবেশ পরিচালক নুরুন নাহার।
বীজ বিতরণ
ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৯শ' প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে রাজারহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিল্যান্ড আশাদুল হক। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী, রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রহ্লাদ মন্ডল সৈকত।
কমিটি গঠন
ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতি উপজেলা হেফাজতে ইসলামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সদর আলেকজান্ডার আল ইহসান মাদ্রাসা মিলনায়তনে মাওলানা আবদুল হান্নানের আহ্বানে এক অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশন শেষে আগামী সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। মাওলানা আবু নাছের আবদুলস্নাহকে সভাপতি ও মাওলানা আতাহার আলীকে সেক্রেটারী করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ফুলেল শুভেচ্ছা
ম রূপসা (খুলনা) প্রতিনিধি
রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডেুর সঙ্গে বুধবার সকালে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আ. রাজ্জাক শেখ, সাধারণ সম্পাদক খান মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ মো. মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ উদ্দিন শেখ, প্রচার সম্পাদক ফিরোজ শেখ, দপ্তর সম্পাদক ফাল্গুনী দাস, ক্রীড়া সম্পাদক গোলাম হোসেন ডালিম, নির্বাহী সদস্য গোলাম রব্বানী, মোয়াজ্জেম হোসেন মিন্টু, কুরবান শেখ, রাণী খাতুন প্রমুখ।
অবহিতকরণ সভা
ম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আল মামুন'র সভাপতিত্বে স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও উপজেলার বিভিন্ন কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর ফয়সল, সমাজসেবা কর্মকর্তা কাজী শামিম আহম্মেদ, উপজেলা প্রকৌশলী আব্দুল মোমেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. সাব্বির হাসানসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভা
ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পিস ফ্যাসিলিটটরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), এসিল্যান্ড ফাহিমা বিনতে আখতার, আঞ্চলিক পিস অ্যাম্বাসেডর সদস্য অধ্যাপক অরবিন্দ পাল। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, এস আই ফরিদ আহমেদ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির, প্রেস ক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, পিএফজি কো-অর্ডিনেটর শাহ আলম প্রামাণিক, সম্পাদক কামাল হোসেন, উপাধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।
আর্থিক সহযোগিতা
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে ২০২৪-এর বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫টি পরিবারের মধ্যে জেলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ৪ লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান এবং ইউনিসেফ'র প্রত্যক্ষ সহযোগিতায় সিএসপিবি প্রকল্পের মাধ্যমে ১৪০টি পরিবারের মধ্যে ফ্যামিলি কিটস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মো. ওয়াহীদুল আলম। সমাজসেবা কার্যালয়ের সহকারী কর্মকর্তা আমিন উলস্নাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য।
রিং স্স্নাব বিতরণ
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২ শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে রিং স্স্নাব বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে সিংড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে তৈরিকৃত রিং-স্স্নাব বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেন, ইউপি সদস্য গোলাম রব্বানী, মনজুর হোসেন ও আইনুল হক প্রমুখ।
বৃত্তি অর্জন
ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জালাল আহমেদ স্মৃতি মেধা বৃত্তি ২০২৩ প্রাপ্তিতে 'এ-ওয়ান স্কুল' প্রথম স্থান অধিকার করেছে। গত শনিবার জালাল আহমেদ স্মৃতি মেধা বৃত্তি ২০২৩-এর উদ্যোগে বৃত্তি প্রকল্পের পরীক্ষা নিয়ন্ত্রক কামরুল ইসলাম ভূঞা এ বৃত্তির প্রাইজ বন্ড 'এ-ওয়ান স্কুল'র ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন। মেধা পরীক্ষায় পঞ্চম শ্রেণির তোবা আক্তার, মাহি তালুকদার, মীম আক্তার, মুনিয়া আক্তার, মাজহারুল ও হিমেল অংগ্রহণ করে এ বৃত্তি অর্জন করেন।
বৃক্ষরোপণ
ম লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় খালের পাড়কে সৌন্দর্যবর্ধনে রূপ দেওয়ার জন্য ১২০টি কৃষ্ণচূড়া রোপণ করা হয়েছে। কনকসার-নাগেরহাটের পুরনো এই খালটিকে সম্প্রতি খনন করে প্রবাহমান করা হয়। এই খালের পাড়ের সৌন্দর্য বাড়াতে লৌহজং উপজেলা প্রশাসন এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন লৌহজং মুন্সীগঞ্জের উদ্যোগে কনকসার-নাগেরহাট খাল পাড়ে ১২০টি কৃষ্ণচূড়া রোপণের আয়োজন করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোদন করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সোহেল হায়দার খান, কনকসার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. মাকসুদ মিয়া।
সার বিতরণ
ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৬৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে শীতকালীন হাইব্রিড সবজি বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। মঙ্গলবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত পলাশ উপজেলা নির্বাহী অফিসার এএইচএম ফখরুল হোসাইন'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু জাফর মোহাম্মদ সালেহ উদ্দিন, শারমিন আক্তার ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উত্তম কুমার দাস প্রমুখ।
কর্মী সমাবেশ
ম শেরপুর (বগুড়া) প্রতিনিধি
দীর্ঘ সতের বছর পর বগুড়ার শেরপুরে কোনো প্রকার বাঁধা ছাড়াই বিশাল শোডাউনের মাধ্যমে কর্মী সমাবেশে একত্রিত হন বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে শেরপুর শহীদিয়া আলিয়া মাদরাসা মাঠে এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা ছিলেন শেরপুর-ধুনট আসনের সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
কমিটির সভা
ম রাজশাহী অফিস
রাজশাহী সিটি করপোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগর ভবনে সচিবের দপ্তরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো. মোবারক হোসেন, রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটি সদস্য প্রকৌশলী মো. ফজলুল হক, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কবির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ।
সদস্য মনোনীত
ম পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার বিশিষ্ট গণনাট্যকার, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন। গত ১৭ অক্টোবর সাংস্কৃতিক মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে সরকার তিন বছর মেয়াদি ২৬ সদস্যবিশিষ্ট পরিচালনা পরিষদ গঠন করেছে। রাজশাহী বিভাগ থেকে একমাত্র আসাদুজ্জামান দুলাল এ পরিষদে স্থান পেয়েছেন। চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহলস্নার বাসিন্দা মরহুম কেরামত আলী মাস্টারের ছেলে আসাদুজ্জামান দুলাল। তার পিতাও শিক্ষকতার পাশাপাশি মঞ্চনাটকে অভিনয় করতেন। চাটমোহরে মুক্তনাটক, পথনাটক আর মঞ্চ নাটকের রূপকার দুলাল।
মাসিক সভা
ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড আরিফ হোসেন, চারঘাট মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ার উদ্দিন, উপজেলা এম এ হাদী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) জাহেরা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপির প্রতিনিধি মেজবাহ, চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ও বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানরা।
গণসমাবেশ
ম বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবোতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পোড়াদিয়া বাজারে বিকালে জামায়াতে ইসলামীর বেলাবো উপজেলা আমির মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. সোহরাব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য সাইয়ে্যদুজ্জামানসহ বিভিন্ন স্তরের নেতারা।
সভা অনুষ্ঠিত
ম সুজানগর (পাবনা) প্রতিনিধি
উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে বক্তব্যে রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, থানার (ওসি) গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা জিলস্নুর রহমান, শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পদোন্নতি অর্জন
ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
মেজর পদে পদোন্নতি পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রভাষক আহসান হাবিব মোলস্না রফিক। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইন্ডিয়ান টেরিটোরিয়াল ফোর্স রেগুলেশনস ১৯৪০-এর চ্যাপ্টার ৩ ও অ্যাপেন্ডিক্স ৭ এবং বাংলাদেশ আর্মি রেগুলেশনস (রুলস) এর রুল ২৩৭ অনুযায়ী পদোন্নতির তারিখ (২৪ ডিসেম্বর ২০২০) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এ প্রভাষক আহসান হাবিব মোলস্না রফিক ক্যাপ্টেন পদবির কর্মকর্তাকে মেজর পদে পদোন্নতি প্রদান করা হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান এনডিসি, পিএসসি, ডিজি বিএনসিসি ও লে. কর্নেল মো. আব্দুল কাদের হোসাইন পিএসসি, ইনফো কমান্ডার, রমনা রেজিমেন্ট প্রভাষক আহসান হাবিব মোলস্না রফিককের্ যাংক ব্যাজ পরিয়ে দেন।
দুর্ধর্ষ চুরি
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শিক্ষা অফিসে মঙ্গলবার রাতে পেছনের দুটি জানালার গ্রিল ভেঙে অফিসের চারটি আলমিরার তালা ভেঙে চুরেরা কোনো টাকা পায়নি। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত কিছুদিন আগে উপজেলার ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের মেয়াদ উত্তীর্ণ বিল্ডিংয়ের নিলাম ডাকা হয়। এতে ১৭৬ জন অংশগ্রহণ করেন। নিলামের অর্থ নেওয়ার জন্য চুরেরা চুরি করতে এসে কিছুই পায়নি। বাজিতপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন এ প্রতিনিধিকে জানান, থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।