বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ফেনীতে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  ০৮ মে ২০২৫, ১৫:৩৯
ফেনীতে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার
প্রতীকি ছবি

ফেনী পৌর শহরের স্টেশন রোডে রেললাইনের পাশ থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ মে) সন্ধ্যায় লাশটি পড়ো থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত হতে পারেন বলে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে।

নিহত স্কুলশিক্ষক ইসরাফিল সোনাগাজীর বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের বানুজমাদার বাড়ির মরহুম নজির আহম্মদের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

তার ভাতিজা মোজাম্মেল হোসেন জানান, গত দু’দিন আগে চিকিৎসার জন্য বাড়ি থেকে ফেনী নাজির সড়কে ছেলের বাসায় যান তিনি। বুধবার আছরের নামাজের পর হাঁটতে বের হয়ে সন্ধ্যার পর বাসায় না ফেরায় খোঁজাখুঁজির পর রাত ১০টায় সদর হাসপাতালের মর্গে গিয়ে তার লাশ সনাক্ত করা হয়।

ফেনী থানা পুলিশ জানায়, রেললাইনের পাশে বেওয়ারিশ একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিয়। পুলিশ লাশ উদ্ধার করে সনাক্তকারী না থাকায় ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। শরীরে বড় ধরনের কোনো আঘাত বা কোনো কাটা পাওয়া যায়নি।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার এসআই ইকবাল জানান, মৃত্যুর ঘটনায় রেলওয়ে পুলিশ ফাঁড়িতে একটি অপমৃত্যুর ডায়রি হয়েছে। লাশ স্বজনেরা সনাক্ত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে