বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃতু্যদন্ড

স্টাফ রিপোর্টার,বগুড়া
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃতু্যদন্ড

বগুড়ায় স্ত্রী হত্যা মামলায় চাঁন মিয়া নামে এক ব্যক্তির মৃতু্যদন্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এ মামলার রায় দেন।

জানা যায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদীপা পদ্মপাড়া গ্রামের চাঁন মিয়া ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর রাতে স্ত্রী ফুলবানুর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে গায়ের গেঞ্জি গলায় পেঁচিয়ে স্ত্রীকে হত্যা করেন। পরে ঘরের তীরের সঙ্গে ফুলবানুকে শাড়ি দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা হিসাবে প্রচারের চেষ্টা চালান।

1

এ ঘটনায় ফুলবানুর বাবা আকতার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ চাঁন মিয়াকে গ্রেপ্তার করলে তিনি স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেন। তদন্ত শেষে একই বছরে তদন্তকারী কর্মকর্তা চার্জশীট দাখিল করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে