বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

কেন্দুয়ায় সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ১৩:৫৫
কেন্দুয়ায় সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন
ছবি-যায়যায়দিন

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জামতলা মোড় থেকে বেঁজগাতি ব্রীজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে।

সড়কটি পাকা করণের দাবিতে বুধবার সকালে চার গ্রামের মানুষ একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

1

জানা গেছে, জামতলা, বেঁজগাতি, ডুমুরিয়া ও পলাশিয়া—এই চার গ্রামের মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুল, বাজার, হাসপাতালসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। তবে কাঁচা রাস্তার করুণ অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে কাঁদা জমে, সৃষ্টি হয় বড় বড় গর্ত ও জলাবদ্ধতা। এতে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রী ও অসুস্থ রোগীদের যাতায়াত ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কাঁচা সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত এবং কাদা জমে আছে। স্থানীয় চালকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন করা হয়। কিন্তু সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পণ্য পরিবহনে ব্যয় ও সময় উভয়ই বেড়ে যাচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী দ্রুততম সময়ে সড়কটি পাকা করণের দাবি জানান। তারা বলেন, এটি শুধু একটি রাস্তা নয়, এই এলাকার মানুষের জীবনযাত্রার একটি প্রধান অবলম্বন। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ভুক্তভোগীরা ।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী জানান, একাধিকবার আবেদন করলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ অবস্থায় তাদের একমাত্র প্রত্যাশা, দ্রুত এই সড়কটি পাকা করে এলাকাবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করা হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে