নারায়ণগঞ্জে সাংবাদিক ও জেলার ফতুলস্না প্রেস ক্লাবকে দেখে নেওয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করছে সাংবাদিক সমাজ।
আগামী ২৪ ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা করা হয়। মঙ্গলবার দুপুরে ফতুলস্না প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফতুলস্না প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ফটোজার্নলিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, ফতুলস্না প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান প্রমুখ।
সমাবেশে সাংবাদিকরা বলেন, নারায়ণগঞ্জ জেলার একজন রাজনৈতিক নেতা ৫ আগস্টের পর থেকে সাংবাদিক এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন। তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন সভা-সমাবেশ থেকে সাংবাদিকদের হুমকি দিয়ে আসছেন। এর প্রতিবাদে তারা বিক্ষোভ সামাবেশ করছেন।