সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপি নেতার খুনিদের গ্রেপ্তার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ

বিভিন্ন দাবিতে আরও ৫ জেলায় মানববন্ধন
স্বদেশ ডেস্ক
  ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
বিএনপি নেতার খুনিদের গ্রেপ্তার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপি নেতার খুনিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন এলাকাবাসী। বিভিন্ন দাবিতে টাঙ্গাইল, যশোর, রাজশাহী, ঝিনাইদহ, মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করেছেন উপজেলার কর্মকর্তা ও কর্মচারী, এলাকাবাসী, শিক্ষার্থী, রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি, নাগরিক পার্লামেন্ট, পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার নোয়াখালী জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতার খুনিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে এ সময় সমাবেশে বাক্তব্য রাখেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, নিহত আবদুল মতিন তোতার ছেলে চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সবুজ তোতা।

1

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল জানান, টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকার জলাবদ্ধতা দূরীকরণে পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে স্থানীয় ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাধারণ সম্পাদক তাশদীদ রহমান শিহাব, স্থানীয় ওসমান গনি, স্কুলছাত্র মারুফুল ইসলাম প্রমুখ।

স্টাফ রিপোর্টার, যশোর জানান, খুলনা থেকে যশোর হয়ে ঢাকা রুটে ৫টি ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে রেলস্টেশন পস্নাটফর্মে রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক কাওসার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতা ইকবাল কবির জাহিদ, জিলস্নুর রহমান ভিটু, হাসিনুর রহমান, মাহবুবুর রহমান মজনু, অ্যাড. আমিনুর রহমান হিরু, হাবিবুর রহমান মিলন প্রমুখ।

রাজশাহী অফিস জানায়, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে আওয়ামী লীগের দোসরদের না হটালে অন্তর্বর্তীকালীন সরকারের সব উদ্যোগ ব্যর্থ হওয়ার ঝুঁকি রয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধনে এই আশঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। নাগরিক পার্লামেন্টের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক পার্লামেন্ট রাজশাহী শাখার আহ্বায়ক মাহমুদ নাসের ও কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। মানববন্ধনে মকবুল হোসেন বলেন, ১৫ বছরের জঞ্জাল এত দ্রম্নত সাফ করা সম্ভব নয়। তবে যারা সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের দ্রম্নত অপসারণ করতে হবে।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, নাগরিকদের ভোগান্তি দুর ও পৌরসভার সেবা নিশ্চিত করতে ঝিনাইদহে অপসারণকৃত পৌর কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূিচ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু, কাউন্সিলর রুহুল আমিন মিন্টু, সামসুল আরেফীন কায়সার, ফারহানা রেজা আঞ্জু, মনিরুজ্জামান, রাকিবুল ইসলাম, নাসির উদ্দিন, রকিব উদ্দিনসহ অন্যরা।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারককে লাঞ্ছিতকরণের প্রতিবাদ, অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন গাংনী উপজেলার সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার সকালে গাংনী প্রেস ক্লাবের সামনের রাস্তায় মানববন্ধনে নেতৃত্ব দেন এবং বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার হোসনে মোবারক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার আদিলা আজহার আরশী ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে