ব্রাহ্মণবাড়িয়ায় সদ্য ঘোষিত জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে একাংশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, কুষ্টিয়া জেলা বিএনপির 'বিতর্কিত কমিটি' বাতিলের দাবিতে পদবঞ্চিতরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্র্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, সদ্য ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে সৎ, যোগ্য ও ত্যাগী নেতৃত্বের মাধ্যমে নতুন কমিটি গঠন করার দাবি জানিয়েছেন জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। গত বুধবার শহরের কান্দিপাড়ায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভূইয়া খোকনের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য মইনুল হোসেন চপল। তিনি বলেন, গত ৪ নভেম্বর বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ঘোষিত কমিটিতে এমন কিছু নাম এসেছে, যাদের নাম দেখে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা অনেকটা হতাশ। এই কমিটিতে আন্দোলন সংগ্রামে অনুপস্থিত এবং যাদের আন্দোলন সংগ্রামে কখনো দেখা যায়নি এ রকম অনেক বিতর্কিত নাম এসেছে। তারা ঘোষিত আহ্বায়ক কমিটিকে বিতর্কিত, অগ্রহণযোগ্য ও পরিবারতান্ত্রিক এবং পকেট কমিটি হিসেবে আখ্যায়িত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর সভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোলস্না কচি, ঘোষিত কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মমিুনুল হক ও আলী আজম, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সাবেক যুব বিষয়ক সম্পাদক মনির হোসেন, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক নিয়ামুল হক প্রমুখ।
কুষ্টিয়া সদর প্রতিনিধি জানান, তৃণমূলের নেতাকর্মীদের উপেক্ষা করে আর্থিক লেনদেনের মাধ্যমে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার অভিযোগে উঠেছে। ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
বুধবার কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় পদবঞ্চিত বিএনপির নেতারা বলেন, কুষ্টিয়া জেলার তৃণমূলের ত্যাগী, নির্যাতিত, পরীক্ষিত ও যোগ্য নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে জেলা বিএনপি মনগড়া পকেট কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত এ পকেট কমিটি বিএনপি ত্যাগী নেতারা প্রত্যাখ্যান করেছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিতর্কিত একতরফা আহ্বায়ক কমিটি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
কুষ্টিয়া জেলা বিএনপির পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের আয়োজনে কুষ্টিয়া জেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপুর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক, হাবলু মোলস্না, খোকসা থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ আমজাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আনিসুজ্জামান স্বপন, জেলা শ্রমিক দলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, জেলা জাসাসের সভাপতি এম রানা আহম্মেদ সঞ্জু।
তবে অভিযোগ অস্বীকার করে নব গঠিত জেলা বিএনপির নেতারা বলেন, 'জেলা বিএনপির কমিটি গঠনের বিষয়টি কেন্দ্রের। ত্যাগীদের মূল্যায়ন করার ফলে পুরনোরা বাদ পড়েছেন। তবে আমরা সবাই মিলে একসঙ্গে দলের জন্য কাজ করতে চাই।'