এবার প্রাক-নির্বাচনী (টেস্ট পরীক্ষার) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে প্রকাশ্য শিক্ষার্থীদের কাছে বিক্রি করেছে বিদ্যালয়ের এক পরিচ্ছন্নতা কর্মী। ঘটানাটি ঘটেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট বহুমুখী উচ্চা বিদ্যালয়ে।
জানা গেছে, উপজেলার রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী রাজপাট ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুর রহমান ওরফে ফজলা মেম্বরের ছেলে আনিচুর রহমান রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ পান। তিনি চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রাক-নির্বাচনী প্রশ্নপত্র ফাঁস করেন। তিনি চারজন পরীক্ষার্থীর কাছে চার হাজার টাকায় ওই প্রশ্ন বিক্রি করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকরা আলোচনায় বসেন। অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মীর কাছ থেকে লিখিত স্বীকারোক্তির মুচেলিকা নেন। ওই পরিচ্ছন্নতাকর্মী আনিচুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।