রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

দশমিনায় নিজেদের শক্ত অবস্থানের জানান দিতে প্রস্তুত বিএনপি

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
  ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
দশমিনায় নিজেদের শক্ত অবস্থানের জানান দিতে প্রস্তুত বিএনপি

রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের শক্ত ঘাঁটি পটুয়াখালী-৩ আসনের গলাচিপা-দশমিনা উপজেলায় প্রথম বারের মতো নিজেদের শক্ত অবস্থানের জানান দিতে প্রস্তুতি নিয়েছে বিএনপি। গত ষোল বছরের মধ্যে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলায় সবচেয়ে বড় সমাবেশের আয়োজন করেছে দলটি।

জাতীয় বিপস্নব ও সংহতি দিবসকে কেন্দ্র করে আজ ৭ অক্টোবর গলাচিপা হাইস্কুল খেলার মাঠে ও আগামীকাল ৮ অক্টোবর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জনসভার আয়োজন করেছে বিএনপি।

আলোচিত আসনটিতে ১৯৯৬ সালের ১৫ জানুয়ারির নির্বাচন ছাড়া একবারও বিএনপি জয়ী হতে পারেনি। গত ষোল বছরে নির্যাতিত বিএনপি এই আসনে কতটুকু জনপ্রিয়তা অর্জন করেছে তার জানান দিতেই এ সমাবেশ বলে মনে করছেন কেউ কেউ।

তৃণমূলের বিএনপির নেতাকর্মীদের কাছে তেমন কোনো আস্থা অর্জন না করতে পারা সাবেক এমপি গোলাম মাওলা রনির চেয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও দশমিনা উপজেলা বিএনপির সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার মো. ইফতিয়াস উদ্দিন জয়কে ঘিরেই উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। আসনটিতে তুমুল জনপ্রিয় এই দুই বিএনপি নেতা। সমাবেশকে ঘিরে ইতিমধ্যে দুই উপজেলার গ্রাম-গঞ্জে চলছে নানা প্রচার প্রচারণা।

বিএনপির নেতারা জানান, দুই উপজেলায় এ সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ইতিহাস সৃষ্টি করবে। এই মুহুর্তে বিদেশে অবস্থান করার কারণে ওই দুই সমাবেশে দশমিনা উপজেলা বিএনপির সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার মো. ইফতিয়াস উদ্দিন জয় উপস্থিত থাকতে না পারলেও প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন উপস্থিত থাকছেন। তবে আগামী নির্বাচনে দুই বিএনপি নেতা মনোনয়ন প্রত্যাশী হলেও তারা ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তাদের মধ্যে কোনো বিরোধ নেই।

দশমিনা উপজেলা বিএনপির সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার মো. ইফতিয়াস উদ্দিন জয় বলেন, দুই উপজেলার সম্মেলন বলে দেবে বিএনপি এখন এই আসনে কতটা জনপ্রিয়। এটা এখন আওয়ামী লীগ নয় বরং বিএনপির ঘাঁটি হয়ে গেছে। এখানে হাসান মামুন অত্যন্ত জনপ্রিয়। এই সম্মেলন ইতিহাস তৈরি করবে এবং অতীতের সব রেকর্ড ভেঙে দেবে।

দশমিনা উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম বলেন, 'ইতিমধ্যে আমরা সম্মেলনের প্রস্তুতি শেষ করেছি। দুই সম্মেলনে হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেবেন। সম্মেলনকে ঘীরে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ উজ্জীবিত এবং আনন্দিত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে