নানা আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী ঐতিহাসিক বিপস্নব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ,র্ যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আঞ্চলিক অফিস, বু্যরো প্রধান, স্টাফ রিপোর্টার ও জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
রাজশাহী অফিস জানিয়েছে, রাজশাহীতে এ উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি গ্রহণ করেন। বৃহস্পতিবার সকালে বিএনপির একাংশের নেতাকর্মীদের নিয়ে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ দলের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অন্যদিকে, মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুনুর রশীদ মামুনের নেতৃতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর আলোচনা সভার আয়োজন করেন বিএনপির আরেক অংশের নেতাকর্মীরা।
চট্টগ্রাম বু্যরো জানায়, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর ষোলশহরসহ বিপস্নব উদ্যানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পরে উদ্যান চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন গোলাম আকবর খোন্দকার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, কর্নেল আজিম উলস্নাহ বাহার, অধ্যাপক আজম খান প্রমুখ।
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক এস. এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল কাদের সুজা প্রমুখ।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট স্টেশন রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। পরে স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দান মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট হেনা কবীর, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, শহর বিএনপি সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল প্রমুখ।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে স্থানীয় চৌরঙ্গীতে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব বিলস্নাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আমানুল ইসলাম, সদস্য সচিব মারুফ হাসান, যুবদল নেতা হাফিজ শেখ, রাজু বিশ্বাস, ডলার আসলাম, কামরান হক তুহেল, বাবলা শেখ, মাসুম মোল্যা বক্তব্য রাখেন।
অন্যদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একই স্থানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে উজির আলী স্কুল মাঠে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, কেএম ওয়াজেদ, জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আনোয়ারুল ইসলাম বাদশা, আলমগীর হোসেন, সাজেদুর রহমান পাপপু, যুবদল নেতা আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সোমেনুজ্জামান সমেন, মুশফিকুর রহমান মানিক ও মহিলাদল নেত্রী কামরুন্নাহার লিজি।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, নির্বাহী সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডা. অধ্যাপক মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল প্রমুখ।
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় স্থানীয় নোমানী ময়দান থেকের্ যালি বের হয়। পরে ভায়নার মোড় দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, আলী আহম্মেদ, আকতার হোসেন, হাসান ইমাম সূজা, আলমগীর হোসেন, কুতুব উদ্দিন, আমিনুর রহমান পিকুল, ওয়াশিকুর রহমান কলেস্নাল, গোলাম জাহিদ, আব্দুর রহিম প্রমুখ।
রাবি প্রতিনিধি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে 'সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন জাতীয় বিপস্নব ও সংহতি দিবসের আহ্বায়ক প্রোগ্রামের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম সাদিক, অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. মামুনুর রশীদ, অধ্যাপক ড. এনামুল হক, অধ্যাপক ড. শেরেজ্জামাব, অধ্যাপক ড. মাসুদুল হাসান খান (মুক্তা), অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক প্রিন্স প্রমুখ।
উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় পৌর বিএনপির সদস্য সচিব মকুল হোসেনের সভাপতিত্বে যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজা সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি এম আকবর আলী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলান সরকার, সাবেক মেয়র বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম, সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, সদস্য মিজানুর রহমান বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, যুগ্ম আহ্বায়ক খাজা মঈন উদ্দিন, ছাত্র দলের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, সামিউল ইসলাম সামি, স্বেচ্ছাসেবক দলের সদস্য জাফর ইকবাল প্রমুখ।
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলীতে উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞো মারমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বাবলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব উজ্বল তনচংগ্যা, ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, হ্রাথোয়ইঅং মারমা, মিধুসে মারমা, আবদুল হক প্রমুখ।
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার কলারোয়ায় সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হোসেন, সহ-সভাপতি আখলাকুর রহমান শেলি, যুগ্ম সম্পাদক শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল প্রমুখ।
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় আলোচনা সভা শেষে ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মো. ইসহাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা। আরও বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছুয়াদুর রহিম ভুলু, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হামিদ শেখ প্রমুখ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর বদলগাছীতে উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সম্পাদক ফজলে হুদা বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী, বালুভরা ইউপি আল এমরান হোসেন, বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, মিঠাপুর সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন প্রমুখ।