সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
আড়াইহাজারে সবজির চড়া মূল্য

রাস্তার ধারের শাকসবজিতে ভরসা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০
রাস্তার ধারের শাকসবজিতে ভরসা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শাকসবজির দাম বেশি হওয়ায় কালীবাড়ী-মানেহর সড়কের পাশ থেকে শাক তুলছেন কয়েকজন নারী -যাযাদি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিভিন্ন হাটবাজারে সবজির মূল্য অনেক চড়া। ৬০ টাকা কেজির কমে কোনো কাঁচা তরকারি পাওয়া যায় না। আলু ৬০ থেকে ৬৫ টাকা, পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা, শশা ৬০ টাকা, কালো বেগুন ৮০ টাকা, ছোট ফুলকপি ৪০ টাকা প্রতিটি। তা ছাড়া চাষ করা সবজির খুব অভাব বর্তমানে আড়াইহাজার উপজেলায়। তাই গ্রাম এলাকার নারীদের কাছে এখন রাস্তার পাশের শাকসবজিই ভরসা। রাস্তার পাশে অযত্ন-অবহেলায় বেড়ে ওঠা শাক তুলে রান্না করছেন তারা।

গত প্রায় এক মাস ধরে অতি বৃষ্টি, ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়ার কারণে আড়াইহাজারের বিভিন্ন এলাকায় চাষ করা সবজি ফসলের অনেক ক্ষতি সাধিত হয়েছে। তাই এলাকায় চাষের সবজির অভাব।

উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী-মানেহর এলাকা ভিত্তিক সড়কের পাশে বেশ কয়েকজন মহিলাকে রাস্তার পাশ থেকে শাক তুলতে দেখা গেছে। সেখান থেকেই ছবিটি তোলা হয়েছে। তারাই এ সব কথা বলেছেন।

আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন এবং দু'টি পৌরসভার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক হাট-বাজার রয়েছে। এর মধ্যে উপজেলা সদরের পৌরবাজার, হাইজাদী ইউনিয়নের তিলচন্দী বাজার, আড়াইহাজার পৌরসভার কামরানীরচর বাজার (যা উপজেলার মধ্যে কাঁচা তরকারির জন্য প্রসিদ্ধ), গোপালদী পৌরসভার গোপালদী বাজার, উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজার, ফতেপুর ইউনিয়নের কালির হাট, সুলতানসাদী বাজার, ব্রাহ্মন্দী ইউনিয়নের ফাউসা বাজার, দিঘলদী বাজার, লস্করদী বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে কাঁচা তরিতরকারীর এ রকম মূল্য বেঁধে দোকানিদের মালামাল বিক্রি করতে দেখা গেছে।

ক্রেতাদের অভিযোগ, এ সমস্ত বাজারে যেমন বেশি দামে তরিতরকারী বিক্রি করা হচ্ছে, আবার কেনা তরিতরকারী বাড়িতে নিয়ে গেলে দেখা যায়, এর মধ্যে বেশ কিছু পরিমাণ নষ্ট হয়ে গেছে। অভিযোগ রয়েছে দোকানিরা চালাকি করে ভালো তরিতরকারীর সঙ্গে মিশিয়ে বিক্রি করছে এসব নষ্ট সবজি। আড়াইহাজারের বাজারগুলোতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বাজার মনিটরিং বা নজরদারী নেই বলে অভিযোগ করেন অনেক ক্রেতা।

এ ব্যাপারে কথা বলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি বদলিজনিত কারণে ব্যস্ত থাকায় কথা বলা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে