সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সেবাবঞ্চিত বাজিতপুরের ১১ ইউপির বাসিন্দারা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০
সেবাবঞ্চিত বাজিতপুরের ১১ ইউপির বাসিন্দারা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে হালিমপুর, মাইজচর, গাজিরচর, হুমাইপুর, কৈলাগ ইউনিয়নে চেয়ারম্যান না থাকার কারণে বিভিন্ন ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। গত ৩ মাস ধরে এসব ইউনিয়নে চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন।

জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতন হওয়ার পর এসব ইউনিয়নের চেয়ারম্যানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগে মামলা হয়। এ কারণে তারা বর্তমানে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর কয়েকটি ইউনিয়নে প্রশাসক নিয়োগ প্রক্রিয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। এ কারণে এসব ইউনিয়নের জনগণের যেমন ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধনসহ অন্যান্য কাজ একেবারে বন্ধ রয়েছে।

গত বুধবার সরেজমিনে মাইজচর ইউনিয়নে গেলে ইউনিয়ন পরিষদটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। এলাকার জনগণ বলেন, ৫ আগস্টের আগে এই পরিষদের চেয়ারম্যান তাবারক মিয়াজীকে দিয়ে কোনোরকম কাজ করতেন। বর্তমানে এই পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আকবর পরিষদ ও বাড়িতে বসে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজ করে যাচ্ছেন।

জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান আলী আকবর বলেন, তার বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ বাহেরবাউলীতে যেতে কষ্ট হয়। যতটুকু পারেন তিনি এলাকার জনগণের জন্য টিসিবি, ভিজিডি, ভিজিএফ ও জন্ম নিবন্ধনের কাজ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে