যমুনার পানি কমতে থাকলেও মাস খানেকের ব্যবধানে কাজিপুরের মেঘাই এলাকায় যমুনার ডানতীর সংরক্ষণ কাজে আবারো ধস দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, একই স্থানে মাস খানেক আগে হঠাৎ করেই ধস সৃষ্টি হয়ে প্রায় ৫০ মিটার স্থান নদীগর্ভে চলে যায়। ওই সময় পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভাঙন স্থানে জিও ব্যাগে বালু ভরে দ্রম্নত ড্যাম্পিং করা হয়। এর ফলে ভাঙন রোধ হয়।
এদিকে মাস যেতে না যেতে একই স্থানে গত ৮ নভেম্বর নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এবারকার ধসের ঘটনায় প্রায় শতাধিক মিটার স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় ভাঙন ঠেকাতে জিও ব্যাগে বালু ভরে ড্যাম্পিং অব্যাহত রেখেছে।
স্থানীয়রা জানান, ভাঙন স্থানের উজানে নতুন চর সৃষ্টি হওয়ায় পানির স্রোত চরে বাধা পেয়ে সরাসরি ভাঙন স্থানে আঘাত হানছে। এলাকাবাসী ভাঙন রোধে চর কেটে পানির গতিপথ পরিবর্তনে কার্যকর ব্যবস্থার দাবি জানিয়েছেন।