রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বাঁশখালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পাঁচ জেলায় বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
স্বদেশ ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
বাঁশখালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামের বাঁশখালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা -যাযাদি

বাঁশখালী উপজেলার রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র বিএসসি শিক্ষক ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্ত হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ঐ প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। অপরদিকে ভোলা, ঝিনাইদহ, মেহেরপুরের গাংনী, নরসিংদীর মাধবদী এবং নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, এলাকাবাসী। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, বাঁশখালী উপজেলার রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র বিএসসি শিক্ষক আজিজুল হক ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্ত হামলাকীরদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ঐ প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। রোববার সকালে মনছুরিয়া বাজারের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল, উপাধ্যক্ষ মাওলানা এসফাকুর রহমান শওকী, সিনিয়র শিক্ষক আমির হোসেন, মৌলানা শহিদুলস্নাহ, মৌলানা আরমান হাকিম, মো. রবিউল আলম, মৌলানা মাহফুজুর রহমান, আহত শিক্ষক মো. আজিজুল হকের স্ত্রী রোকসানা বেগম ও আহত ছেলে আব্দুলস্নাহ মোহাম্মদ মাহি প্রমুখ।

স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ও তাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন। রোববার দুপুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কালিনাথ রায়ের বাজারের শহীদ নুরে আলম চত্বরে অবস্থান কর্মসূচি করেন তারা। এ সময় বক্তব্য রাখেন ভোলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. জুবায়েত চৌধুরী মাসুম, মো. রাহিম, হেফাজতে ইসলামের ভোলা জেলাসহ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক জিয়াউর রহমান ফারুকী, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী বাজারে কৃষি ব্যাংকের শাখা অফিস স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। রোববার দুপুরে কাপাশহাটিয়া ইউনিয়নের ভালকী বাজারে সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, মহিউদ্দীন মাস্টার, স্থানীয় মসজিদের ইমাম কুতুব উদ্দীন মন্ডল, বিসিআইসি সার ডিলার আব্দুল খালেক, স্কুল শিক্ষক ফয়জুর রহমান ফয়েজ, মোয়াজ্জেম হোসেন, খালেদুর রহমান, জাফর আলতাফ সোনা, সোহরাব হোসেন মন্ডল, সাবেক ইউপি সদস্য সালাহউদ্দীন, প্রভাষক ওলিয়ার রহমান, মিজানুর রহমান ও লিন্টু মন্ডল।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সম্ভাব্য ধ্বংসাত্মক কর্মকান্ড প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ করেছে গাংনী উপজেলা বিএনপি। রোববার সকাল ৭টা থেকে পৌর এলাকায় মিছিলসহ অবস্থান করে। গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে নেতাকর্মীরা ভোর থেকে গাংনী উপজেলা শহরে বিক্ষোভ মিছিল শুরু করেন। শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ থেকে আওয়ামী লীগের নাশকতা কার্যক্রমের প্রতিরোধের ঘোষণা দেন আসাদুজ্জামান বাবলু। বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরের এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও সুদখোরদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শনিবার রাতে গোলাহাট স্থানীয় কবরস্থান গেটের সামনের রাস্তা অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন করায় রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আখতার হোসেনের নেতৃত্বে প্রশাসন এসে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী।

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীতে নানা সমস্যায় জর্জরিত মাধবদী পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত ও স্থানীয় প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন মাধবদী পৌরসভার সর্বস্তরের জনগণ। রোববার দুপুরে মাধবদী পৌরসভার সামনে মানববন্ধনে নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন আনু। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার সাবেক কমিশনার সোলাইমান ভূঁইয়া, পৌর যুবদলের সদস্য সচিব যোবায়ের হোসেন নকিব, মাধবদীর বিশিষ্ট ব্যবসায়ী শহীদুজ্জামান অপু, কাজী ওয়াসিম, মাসুম ভূঁইয়া, মাহফুজুর রহমান কালাম, জহিরুল ইসলাম বাবু, মো. মোতালিব মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে