সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
৭ জেলায় আরও আটক ১৩

হালুয়াঘাটে বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
হালুয়াঘাটে বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

বিভিন্ন অপরাধে চাঁদপুর, খুলনা, মেহেরপুর, ঢাকার দোহার, নওগাঁর মান্দা, ফরিদপুরের সালথা ও নোয়াখালী চাটখিল থেকে ১৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশ কর্তৃক গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানামূলে ৭ জন ও নিয়মিত মামলার ৩ জনসহ সর্বমোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হলো উপজেলার উত্তর রামনগর ঝাউগড়া গ্রামের হাছেন আলীর ছেলে উবায়দুল হক, আ. গফুর এর ছেলে স্বপন মিয়া, মৃত ইমান আলীর ছেলে জহুর উদ্দিন ও ফজর আলী, আ. গফুরের ছেলে সাইদুল ইসলাম, মৃত জমু শেখের ছেলে হাছেন আলী, ইমান আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন, আতকাপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জাকির হোসেন, নলুয়া গ্রামের জাকির হোসেনের ছেলে মোজাম্মেল হক মামুন এবং দক্ষিণ মনিকুড়া গ্রামের মৃত ইয়াসিন মিয়ার ছেলে মো. শাহিন।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের হাইমচর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন আলী আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আলগী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফখরুদ্দিন আলী আহমেদ হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন।

খুলনা অফিস জানায়, খুলনা জেলা দিঘলিয়া উপজেলার গাজীর হাঁটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গুলি ও গান পাউডার উদ্ধারসহ মাহাম্মদ বাদশা গাজীকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার ভোর রাতে দিঘলিয়া উপজেলার গাজিরহাট বাজার এলাকায় বাদশার বাড়ি তলস্নাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড পরিত্যক্ত গোলা ও আনুমানিক এক কেজি গান পাউডার উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে একটি নাইন এমএম পিস্তলসহ সোহাগ হোসেন (৩২) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার মোনাখালী পূর্বপাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সোহাগ হোসেন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

দোহার (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার দোহার উপজেলার বাঁশতলা এলাকায় চাঞ্চল্যকর নাজমুল (২৪) হত্যাকন্ডের মূল পরিকল্পনাকারী রনি মিয়া ওরফে ডাকাত রনি (৩৫) ও তার ছেলে নাজমুল (২০) নামের দুজনকে গ্রেপ্তার করেছের্ যাব-১০। সোমবার ফরিদপুর জেলার মধুখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের দোহার থানায় হস্তান্তর করা হয় বলে জানানর্ যাব-১০।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকাল ৩টার দিকে ভারশোঁ ইউনিয়ন পরিষদের কাজ শেষে পরিষদ চত্বর থেকে বের হয়ে আসার সময় মেইন গেইটের সামনে থেকে তাকে আটক করে। আটক সুমন (৪৩) উপজেলার ভারশোঁ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মেহের আলী মন্ডলের ছেলে। তিনি ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ভাঙ্গা টোলপস্নাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওয়াদুদ মাতুব্বর উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামের কাসেম বেপারী হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়াও তার নামে আরও ১৫টি মামলা রয়েছে।

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালী চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমবার রাতে ডাকাতি, সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ ডাকাতি হওয়া প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ ও লুণ্ঠিত একটি মিনি পিকাপ উদ্ধার করেছে। গ্রেপ্তার হলো উপজেলার রামনারায়ণপুর চুনী বেপারী বাড়ির মো. শাহ আলমের ছেলে মো. সাগর (২২), শ্রীপুর পাইকের বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে রিয়াদ হোসেন বাবু (৩১), লামচর সর্দার বাড়ির মৃত নুরুলস্নাহ সর্দারের ছেলে মো. খোরশেদ আলম, বারইপাড়ার নুরুল ইসলামের ছেলে মো. লিটন, ছয়ানী টবগা মনছুর মেম্বারের বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও পূর্ব নোয়াখলা মফিজ বেপারী বাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন (৩৮)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে