সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

'সংস্কারের পর দ্রম্নত নির্বাচনের দাবি'

মেহেরপুর প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
মেহেরপুরে রুকন সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোবারক হোসেন -যাযাদি

সংস্কারের পর দ্রম্নত নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোবারক হোসেন।

তিনি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মেহেরপুর পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা আমির ও সাধারণ সম্পাদকের শপথের লক্ষ্যে সদস্য (রোকন) সম্মেলন অনুষ্ঠানে এ দাবি জানান।

সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে একটি যৌক্তিক সংস্কার করা। এ জন্য আমরা ১০ দফা দাবিও তাদের কাছে পেশ করেছি। সংস্কারের পর দ্রম্নত নির্বাচন করতে হবে।'

কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোবারক হোসেন আরও বলেন, 'আন্দোলনে যারা আহতরা হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য কাজ করছে জামায়াত। এমনকি তাদের চিকিৎসা সুনিশ্চিত করতে বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলা হচ্ছে। তারাও জামায়াতের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।'

সম্মেলনে সভাপতিত্ব করেন- জেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাওলানা তাজউদ্দীন খান। উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হুছাইন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহাবুবুল হকসহ জেলার (রোকন) সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে