কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। বৃহস্পতিবার নগরীর সেন্ট্রাল রোডস্থ জাপার জেলা কার্যালয়ে বিভাগীয় প্রতিনিধি সভার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রাজনৈতিক দল সংস্কার হতে পারে। সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে আবারো তারা দলে ফিরতে পারে। তাছাড়া আওয়ামী লীগের সবাই খারাপ না, ওই দলের মধ্যে ভালো রাজনীবিদও আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, 'যারা অন্যায়ের সঙ্গে জড়িত, সেটা জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি হউক না কেন, অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। যারা অপরাধ করেনি, দোষি না, তাদের রাজনীতি থেকে বিরত রাখার পক্ষে জাতীয় পার্টি না। কোন দলকে নিষিদ্ধ করে বাইরে রাখা বরং অংশগ্রহণমুলক নির্বাচনের জন্য তা অন্তরায়।'
নির্বাচন প্রসঙ্গে জাপা নেতা মোস্তফা বলেন, জাতীয় পার্টি একটি বৃহৎ দল। জাতীয় পার্টি ছাড়া দেশে নির্বাচন অনুষ্ঠিত হলে তা অংশগ্রহণমূলক হবে না।
রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ বিভাগের ৮ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক।