শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নাটোরে সাড়ে ৯ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৫

২ জেলায় আরও দুইজন আটক
স্বদেশ ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
নাটোরে সাড়ে ৯ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৫
নাটোরে সাড়ে ৯ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৫

নাটোরে একটি যাত্রীবাহী বাস তলস্নাশি করে জাল টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে চট্টগ্রাম ও ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে এবং গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

নাটোর প্রতিনিধি জানান, নাটোরে একটি যাত্রীবাহী বাস তলস্নাশি করে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকাসহ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা তিনটায় নাটোর সদর থানায় প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। গ্রেপ্তার হলো- বরিশালের বাকেরগঞ্জ থানাধীন দুদাল মাদ্রাসা এলাকার আফজাল হোসেনের ছেলে আরিফ হাওলাদার (৪১), বাগেরহাটের চিতলমারী থানাধীন শিবপুর গ্রামের মৃত ফহম শেখের ছেলে আরিফ হোসেন শেখ (৪৭), পটুয়াখালী সদরের বতলবুনিয়া গ্রামের মৃত আমজাদ আলী খানের ছেলে মোস্তফা খান ( ৪৩), ঝালকাঠির রাজাপুর থানাধীন কেওতা গ্রামের হানিফ হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম (৪১) এবং একই এলাকার নুর মোহাম্মদের ছেলে ফেরদৌস হাওলাদার (৩০)।

চট্টগ্রাম বু্যরো জানান, চট্টগ্রামের পাহাড়তলীতে ৫ কেজি গাঁজাসহ মো. ফারুক (৪২) নামে কথিত এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পাহাড়তলীর দুলালাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক কুমিলস্নার শাকপুরের মৃত মোবারক হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে রুবেল হোসেন (৩৭) নামক এক ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। এ সময় ডাকাতদলের ব্যবহৃত একটি পিকআপ ও দেশীয় কিছু অস্ত্র জব্দ করা হয়। এদিকে ডাকাত দলের অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। শুক্রবার গভীর রাতের দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। রুবেল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাহাউদ্দিনের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে