বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
চুরির সময় মোবাইল নম্বর লিখে চিরকুট

আটঘরিয়ায় অভিনব কায়দায় বৈদু্যতিক মিটার চুরি

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আটঘরিয়ায় অভিনব কায়দায় বৈদু্যতিক মিটার চুরি
আটঘরিয়ায় অভিনব কায়দায় বৈদু্যতিক মিটার চুরি

অভিনব কায়দায় আটঘরিয়ার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে গভীর নলকূপ, রাইস মিল ও বাড়ির বৈদু্যতিক মিটার চুরি। মিটার চুরির পর রেখে যাওয়া চিরকুটে মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে টাকার বিনিময়ে ফিরে পাওয়া যায় সেই মিটার।

দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামের রাইস মিল মালিক আতিয়ার জানায়, সারাদিন মিল চালিয়ে নিত্যদিনের মতো মিলঘর বন্ধ করে বাড়িতে চলে যাই। পরের দিন শুক্রবার সকালে মিলঘর খুলেই দেখে বৈদু্যতিক মিটার কে বা কারা নিয়ে গেছে। ফলে মিল চালু করতে না পেরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করে দেখে, মোবাইল নম্বর- ০১৯৫৯২৭৭০২০ লেখা একটি কাগজ মিটার বক্সের সাথে লাগানো আছে। তাতে লেখা ছিল এই নম্বরে ফোন দিলে মিটার পাওয়া যাবে।

পরে ওই নম্বরে ফোন দিলে নাম পরিচয় প্রকাশ না করে জানায়, এই নম্বরে ৫০০০ টাকা বিকাশ করলে মিটার পাওয়া যাবে। নিরুপায় হয়ে আতিয়ার ৩১০০ টাকা বিকাশ করলে অপর প্রান্ত থেকে বলে দেওয়া হয় মিটারটি একই গ্রামের শহিদুলের খড়ের গাদার ভিতরে আছে। ভুক্তভোগী সেখানে গিয়ে খুঁজে সত্যিই মিটারটি পেয়ে যায়। এছাড়া মালঞ্চ ইউনিয়নের রাঘবপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে ওলিউলস্নার মাঠের গভীর নলকূপ থেকে একই কায়দায় কয়েকদিন আগে মিটার চুরি হয় এবং পরে পাওয়া যায়। অপরদিকে চাঁদভা ইউনিয়নের মিনাজ নামে এক গ্রামবাসী জানায়, গত অক্টোবর মাসে তারও বাড়ি থেকে একই কায়দায় মিটার চুরি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে