শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভাঙ্গায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

তিন জেলায় আরও পাঁচজন আটক
স্বদেশ ডেস্ক
  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ভাঙ্গায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩
ভাঙ্গায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

ভাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হওয়া মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। অন্যদিকে বিভিন্ন অপরাধে চট্টগ্রামের আনোয়ারা, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও মেহেরপুরের গাংনী থেকে ৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে হওয়া মামলায় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গত সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া মহলস্নার বাসিন্দা শহিদুল ইসলাম লিটন (৫০), ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহলস্নার বাসিন্দা জাহিদ শেখ (৪২) ও ভাঙ্গা উপজেলার নুরুলস্নাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের বাসিন্দা ইসলাম খান (৫০)। মঙ্গলবার দুপুরে তাদের ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছগীর আহমেদ আজাদকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার বিকালে উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা রাস্তার মাথা নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছগীর আহমেদ আজাদ উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামের পোস্ট মাস্টার বাড়ির মৃত ফজল আহমদের ছেলে। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, তার বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৮ কেজি গাঁজাসহ হৃদয় (২২) ও জহিরুল ইসলাম (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার জালাকান্দি এলাকায় একটি অটোরিকশা তলস্নাশি করে ৮ কেজি গাঁজাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। হৃদয় কুমিলস্না জেলার ব্রাহ্মণপাড়া থানার গঙ্গানগর গ্রামের রুবেলের ছেলে। তাছাড়া আটক জহিরুল ইসলাম হচ্ছেন আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তাদের মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে গাংনীর রামদেবপুর পাগলা ব্রিজের উপর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- পলাশী পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে সেন্টু আলী (২৯) ও একই গ্রামের গোলাম জাকারিয়ার ছেলে সেলিম রেজা (৩১)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে