শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

'সঠিক তথ্য দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে '

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
'সঠিক তথ্য দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে '
বরিশালের বাবুগঞ্জে ওপেন ডে হাউজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমপি কমিশনার শফিকুল ইসলাম -যাযাদি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, 'আপনারা আমাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা আইনশৃঙ্খলা রক্ষার্থে ব্যবস্থা গ্রহণ করবো। দেশকে এগিয়ে নিতে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আপনাদের জন্য আমার দরজা সবসময়ই খোলা রয়েছে।'

মঙ্গলবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি আরও বলেন, 'প্রাথমিক তদন্ত ছাড়া কোনো মামলা নয়। কেউ যদি সঠিক তথ্য গোপন করে মিথ্যা মামলা করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতি মাসে ওপেন হাউস ডে অনুষ্ঠানে আপনারা আমাকে সরাসরি সুবিধা-অসুবিধা নিয়ে প্রশ্ন করতে পারবেন। ওপেন পস্নাটফর্মে সব ধরনের অভিযোগ শোনা হবে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) মশিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ) প্রণয় রায়। অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে