রাজশাহী সিটি করপোরেশনের সদ্য যোগদানকৃত প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের (অতিরিক্ত সচিব) সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তাদের দাপ্তরিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় নগরভবনের সিটি হল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সব বিভাগ ও শাখা প্রধানদের সঙ্গে পরিচিত হন রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ। সভায় প্রশাসক মহোদয় সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। সভায় তিনি সিটি করপোরেশনের সব বিভাগের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সভা মঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের সচিব মো. মোবারক হোসেন। সভায় রাসিকের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য চিত্র উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ। সভায় সিটি করপোরেশনের সব বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও ওয়ার্ডের সচিবরা উপস্থিত ছিলেন।