শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

নীলফামারীতে প্রশিক্ষকের অপসারণের দাবি তিন জেলায় বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
স্বদেশ ডেস্ক
  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
পিরোজপুরে জেলা এলজিইডি'র সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতির বিরুদ্ধে ঠিকাদার ও নাগরিক সমাজের মানববন্ধন -যাযাদি

পিরোজপুর এলজিইডি'র দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে স্থানীয় সাধারণ ঠিকাদার ও সচেতন নাগরিক সমাজ। এদিকে নীলফামারীতে পিটিআইয়ের শরীর চর্চা প্রশিক্ষকের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে বিটিপিটির প্রশিক্ষণার্থীরা। এছাড়াও বিভিন্ন দাবিতে পিরোজপুর, মেহেরপুরের গাংনী ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ঠিকাদার, স্থানীয় সাংবাদিক, কৃষক ও সচেতন নাগরিকরা। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, পিরোজপুর জানান, পিরোজপুর এলজিইডি'র দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পিরোজপুরের সাধারণ ঠিকাদার ও সচেতন নাগরিক। পিরোজপুর সোনালী ব্যাংকের সামনে সোমবার সকাল ১১টায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, 'দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাট করেছে। পিরোজপুর এলজিইডি'র দুর্নীতির মুল হোতা সাবেক নির্বাহী প্রকৌশল আব্দুস সাত্তার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও তার ভাই পিরোজপুর ২ আসনের সাংসদ মহিউদ্দিন মহারাজ। তাদের একচ্ছত্র আধিপত্যে পিরোজপুর এলজিইডিতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। আমরা এলজিইডি'র দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করে এই লুটপাটকারীদের বিচারের দাবি করছি।'

এ সময় বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, জেলা কৃষক দলের সভাপতি নাছির আহম্মেদ বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ প্রমুখ।

স্টাফ রিপোর্টার নীলফামারী জানান, নীলফামারীর পিটিআইয়ের শরীর চর্চা প্রশিক্ষক শামসুল হকের অপসারণের দাবিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিতে আসা ৮৯ জন সহকারী শিক্ষক-শিক্ষিকা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মাহিদুল ইসলাম, রুহুল আমিন, রিপন মিয়া, আমিনা রহমান বৈশাখী, ওয়াজেদ আলম রানা, গোলাম রব্বানী।

স্টাফ রিপোর্টার পিরোজপুর জানান, পিরোজপুর সোনালী ব্যাংকের সম্মুখে সোমবার সকালে আওয়ামী সরকারের ১৭ বছরের লাগামহীন দুর্নীতি আখড়া হিসেবে পরিচিত পিরোজপুর এলজিইডির দুর্নীতির বিরুদ্ধে ও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পিরোজপুরের সাধারণ ঠিকাদার ও সচেতন নাগরিকরা। এসময়ে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, জেলা কৃষক দলের সভাপতি নাছির আহম্মেদ বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. হাবিব খান, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজান শেখ, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ফেরদৌস প্রমুখ।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীরের ওপর হামলা, নির্যাতন, গুলিবর্ষণের প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সোনারগাঁয়ের স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে কর্মসূচি পালন করা হয়। কালবেলার সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকদের ব্যানারে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন- দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির, যুগান্তরের স্টাফ রিপোর্টার আল-আমিন তুষার, নয়াদিগন্তের সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ, দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক মাহবুব আলম সুমন, রিপন, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন দৈনিক বর্তমান পত্রিকার সাংবাদিক ফরিদ হোসেন, বাংলাদেশ প্রতিদিন ও আনন্দ টিভির সাংবাদিক মাজহারুল ইসলাম, সাংবাদিক গাজী মোবারক, বিজয় টিভির সাংবাদিক দ্বীন ইসলাম অনিক।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী উপজেলা কৃষি কর্মকর্তাকে দুর্নীতিবাজ অখ্যায়িত করে মানববন্ধন করেছে কৃষকরা। মঙ্গলবার বেলা ১২টায় গাংনী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারের সামনে এ মানববন্ধনে উপজেলার ষোলটাকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলামের নেতৃত্বে এলাকার কৃষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় কৃষি অফিসারের বিরুদ্ধে দুর্নীতি তুলে ধরে বক্তব্য রাখেন ষোলটাকা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সামসুল হক, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদাল হক, গাংনী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আমিরুল ইসলামসহ স্থানীয় কৃষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে