শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

তিন জেলার সড়কে ঝরল ৫ প্রাণ

স্বদেশ ডেস্ক
  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
তিন জেলার সড়কে ঝরল ৫ প্রাণ
তিন জেলার সড়কে ঝরল ৫ প্রাণ

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় পাঁচজনের প্রাণহানি ঘটেছে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে আঞ্চলিক মহাসড়কে দুইজন নীলফামারীর ডোমারে দুইজন ও ফরিদপুরের নলডাঙ্গায় একজন নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার আলী আকবরী পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোচালকসহ দুইজন প্রাণ হারায়। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত অটোচালকের নাম কালাম ওরফে কালা চাঁন (৪২)। তিনি উপজেলার ছয়সূতী ইউনিয়নের দারিয়াকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। অপরজন হলেন অটোরিকশার যাত্রী আবু আল হেলাল (৪৯)। তিনি উপজেলার রামদী ইউনিয়নের বালুচর গ্রামের ইনসাফ উদ্দিনের ছেলে।

আর আহতরা হলেন- উপজেলার পশ্চিম তাড়াকান্দি গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে মো. রুবেল ও এক নারী। তাৎক্ষণিক ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, সকাল ৭টায় কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাওয়া মাইক্রোবাস ওই এলাকায় পৌছলে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ৪ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই চালক কালা চাঁন ও যাত্রী হেলাল নিহত হন।

ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে প্রাইভেট পড়তে যাওয়া শিশু সন্তানকে নিয়ে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেলিম (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। এ সময় আহত হয়েছে তার শিশু সন্তান শাহরিয়ার (০৯)।

গত সোমবার বিকালে শহরের কৃষি ব্যাংকের সামনে ডোমার-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম বোড়াগাড়ী ইউনিয়নের কাকতলী এলাকার মৃত সলেমান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলে ছেলে শাহরিয়ারকে নিয়ে বাড়ি ফিরছিলেন সেলিম। এ সময় একটি ট্রাক তার মোটর সাইকেলে ধাক্কা দিলে বাবা ও ছেলে ছিটকে পড়েন। এ সময় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন সেলিম। ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যান চালক।

অন্যদিকে গত রোববার বিকেলে উপজেলার বোড়াগাডী ইউনিয়নের কালার মোড় নামক স্থানে একসঙ্গে ৪টি মোটর সাইকেল দুর্ঘটনায় পতিত হয়। দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সেখানে আরও দুটি মোটর সাইকেল দুর্ঘটনায় পতিত হয়। এতে ৪ মোটর সাইকেলের ৭ আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। আহতদের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে রাত ৯টায় বুলবুল ইসলাম নামের এক যুবকের মৃতু্য হয়। বুলবুল পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সাইদার রহমানের ছেলে।

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ফাতেমা খাতুন নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পাটুল-সোনাপাতিল সড়কের বাঁশিলা গ্রামের ইসলা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফাতেমা খাতুন (০৬) উপজেলার বাঁশিলা ইসলাপাড়ার সেলিম সরদারের মেয়ে ও রিয়াজুল জান্নাত শিশু একাডেমির শিশু শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, সকাল সাড়ে ৮টায় দিকে শিশু ফাতেমা বিদ্যালয়ে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কা লেগে গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে