নেত্রকোনায় লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ভোলায়, বরগুনার আমতলীতে, পাবনার সুজানগরে ও বরগুনার বেতাগীতে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার. নেত্রকোনা জানান, নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত ও যুগ্ম আহ্বায়ক এস.এম মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফউদ্দিন খান, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক প্রমুখ।
স্টাফ রিপোর্টার, ভোলা জানান, চরফ্যাশনের কোর্ট ইন্সপেক্টর ও জিআরও-এর বিরুদ্ধে হয়রানি ও কোর্ট অবমাননার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ভোলার সাধারণ আইনজীবীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ড. অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত, এপিপি অ্যাডভোকেট মো. ইউসুফ হোসেন, দুদকের পিপি অ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন প্রমুখ।
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, আমতলীতে ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ তনয়ের আত্মহত্যা প্ররোচনার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আদালতের আইনজীবী মো. আরিফ উল হাসান আরিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তনয়ের বাবা আলহাজ নান্নু মোলস্না ও বড় বোন মামলার বাদী আইনজীবী তানিয়া আক্তার।
পাবনা প্রতিনিধি জানান, পাবনার সুজানগরে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনকে মারধর, লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত সমাবেশ হয়েছে। বুধবার দুপুরে কলেজের সামনে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম তৌফিক হোসেন, সদস্য সচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির আহ্বায়ক কামরুল হুদা কামাল বিশ্বাস, সদস্য সচিব জসিম বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোলস্নাসহ কলেজের শিক্ষকরা।
বেতাগী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে জেগে ওঠা রুহিতার চর দখলের পাঁয়তারার প্রতিবাদে ও স্থায়ী বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুর রব সিকদার, আব্দুর রাজ্জাক, মিরাজ হোসেন, শহীদ মৃধা, মামুন মৃধা, সিদ্দীক, সোহরাব সিকদার, কামাল হোসেন, ইউসুফ, নেছার ও শুক্কুর।